promotional_ad

উইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন আন্দ্রে রাসেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচের জন্য উইন্ডিজ দলে ডাকা হয়েছে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। উইন্ডিজ দলের পেসার কেমার রোচ ইনজুরির কারণে ছিটকে গেছেন।


মূলত তাঁর বদলি হিসেবেই উইন্ডিজ স্কোয়াডে জায়গা পেয়েছেন রাসেল। উইন্ডিজ দলের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউনি বিশ্বাস করেন রাসেলের ব্যাটিং ও ডেথ ওভারে তাঁর বোলিং দলে দারুণ প্রভাব বিস্তার করবে।



promotional_ad

'কেমার রোচ ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এবং অভিজ্ঞ আন্দ্রে রাসেলকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে শেষ দুই ম্যাচের জন্য। আমরা বিশ্বাস করি রাসেলের অন্তর্ভূক্তি নতুন মাত্রা যোগ করবে।'


আন্দ্রে রাসেলও কিছুটা হাঁটুর সমস্যায় ভুগছেন। সে কারণে হয়তো বল হাতে খুব বেশি ওভার করতে পারবেন না। ব্রাউনি মনে করেন রাসেলের মারকুটে ব্যাটিং শেষ দিকে দলের জন্য অনেক সহায়ক হবে।


‘বিষয়টা আমরা জানি। হাঁটুর সমস্যার কারণে রাসেল হয়তো খুব বেশি ওভার করতে পারবে না। তবে ইনিংসের শেষ দিকে তার খুনে মেজাজের ব্যাটিংটা দলের জন্য দারুণ কিছু হবে। নির্বাচক প্যানেল সেই সুযোগটাই নিয়েছে।’



উল্লেখ্য, গতকাল ক্রিকফ্রেঞ্জি (ইংলিশ) আন্দ্রে রাসেলের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে তথ্য নিয়ে এই অলরাউন্ডারের জাতীয় দলে ফেরার খবরটি নিশ্চিত করেছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা আসল রাসেলের প্রত্যাবর্তনের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball