শীর্ষ খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান দলের শীর্ষ খেলোয়াড়রা ক্লান্তি অনুভব করছেন বলে মনে করেন পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার। বর্তমানে তিনি পিএসএলের দল করাচি কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
তবে, পিএসএলে জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের ক্লান্তি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পাকিস্তান দলের এই কোচ।
'আমি মনে করি, আমরা দেখছি আমাদের তিন ফরম্যাট খেলা খেলোয়াড়রা ক্লান্ত হতে শুরু করেছে, মানসিক ক্লান্তি ভর করেছে, শারিরিক ক্লান্তি অনুভব করছে এবং সেই কারণে তাদের কৌশলগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে।'

গত সাড়ে চার মাস ধরেই টানা খেলার মধ্যে আছেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। আফ্রিদি, বাবর, ফাহিম ও শাদাব প্রত্যেকেই ক্লান্ত অনুভব করছেন বলে মনে করেন মিকি আর্থার। পাকিস্তান দলের কোচ হিসেবে এটা তাকে চিন্তায় ফেলে দিয়েছে।
'সামনে এগিয়া যাওয়ার জন্য আমাদের চিন্তার কারণ, আমাদের যে খেলোয়াড়রা পাকিস্তানের হয়ে গত সাড়ে চার মাস ধরে খেলছে, তারা ক্লান্ত। আমরা দেখছি শাহিন শাহ আফ্রিদি গুটিয়ে গেছে। বাবর আজমও কিছুটা ধুঁকছে। ফাহিম আশরাফ ও শাদাব খান দুজনই খুব ক্লান্ত। এই বিষয়গুলো উদ্বেগজনক, আমি পাকিস্তানের প্রধান কোচ হিসেবে এই কথা বলছি।'
এর প্রভাব বিশ্বকাপেও পড়তে পারে বলে মনে করেন তিনি। সেজন্য তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার পক্ষে তিনি। এই বিষয়টি নিয়ে প্রধান নির্বাচক ইনজামাম উল হকের সাথে তাঁর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আর্থার।
'আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ পেয়েছি (আরব আমিরাতের মাটিতে আগামী মাসে) এবং আমি বাইরের কিছু নিয়ে বলছি না কারণ ইনজি (ইনজামাম উল হক) এবং আমি আমাদের বেঞ্চ শক্তি পরীক্ষার জন্য ঘনিষ্ট ভাবে কথা বলেছি। কারণ আমরা আমাদের খেলোয়াড়দের জন্য কিছু সময় বের করতে চাই। যারা তিন ফরম্যাটে খেলে তাদের বিরতির জন্য এবং তারা যেন নিজেদের সতেজ করতে পারে। অন্যথায় আমাদের মূল খেলোয়াড়রা বিশ্বকাপে ভেঙে পড়বে।'