প্রোটিয়াদের ওয়ানডে দলে লুঙ্গি-এনরিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে ডাকা হয়েছে প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদিকে। তাঁর সঙ্গে দলে ডাকা হয়েছে এনরিক নর্টজেকে।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তাঁর। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন কিপার-ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেন ও পেসার ড্যান প্যাটারসন।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বল করে আলোচনার ঝড় তুলেছিলেন এনরিক। এবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার।

লুঙ্গি ও এনরিককে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। দক্ষিণ আফ্রিকা দলের নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডি পেসার লুঙ্গির ফেরায় আনন্দ প্রকাশ করেছে।
'লুঙ্গি দলে ফেরায় অনেক ভালো লাগছে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে সে ইনজুরিতে পড়েছিল। এই কারণে তাকে লম্বা সময় সাইডলাইনে বসে থাকতে হয়েছিল।'
ইনজুরি কাটিয়ে লুঙ্গি এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি বলেই মনে করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এই কর্মকর্তা, 'ওয়ানডে কাপে টাইটান্সের হয়ে তাঁর সাম্প্রতিক ফর্ম চিত্তাকর্ষক ছিল এবং সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দারুণ ভাবে উপযুক্ত।'
অভিষেকের অপেক্ষায় থাকা পেসার এনরিকও সদ্যই ইনজুরি থেকে ফিরেছেন। মূলত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট এমজেন্সি সুপার লিগের আসরে দুর্দান্ত পারফর্মেন্স করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। নির্বাচকরাও দেখার অপেক্ষায় জাতীয় দলের হয়ে তিনি কেমন পারফর্মেন্স করেন।
'এনরিকও ইনজুরি থেকে ভালো হয়ে ফিরছে এবং আমরা দেখতে চাই এমজেন্সি সুপার লিগে দুর্দন্ত পারফর্মেন্সের পর সে প্রোটিয়াদের জন্য কি করতে পারে।'
ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি (প্রথম তিন ম্যাচ), এনরিক নর্টজে, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়ান, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, রাসি ফন ডার ডুসান।