promotional_ad

বিপিএলে সুযোগ করে দিবে নতুন টুর্নামেন্টটিঃ নাফিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সোমবার (২৫শে ফেব্রুয়ারি) থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া প্রিমিয়ার লীগ টি টুয়েন্টি টুর্নামেন্টকে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সুযোগ পাওয়ার আদর্শ মাধ্যম হিসেবে বিবেচিত করছেন লিজেন্ডস অফ রুপগঞ্জের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।  


অভিজ্ঞ নাফিসের মতে বিপিএলে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য নতুন এই টুর্নামেন্টটি হতে পারে বড় ধরণের প্ল্যাটফর্ম। শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামার আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে রুপগঞ্জের এই ক্রিকেটার বলেছেন, 


'আমরা যারা সবাই সবসময় বিপিএলে সুযোগ পাই না, তাঁরা যদি টি-টুয়েন্টি প্ল্যাটফর্ম পাই তাহলে পারফর্ম করতে পারব। এই টুর্নামেন্টটা আমরা বিপিএলে আমাদের আরও সুযোগ করে দিতে সাহায্য করবে।'  



promotional_ad

টুর্নামেন্টে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার প্রত্যাশা করছেন নাফিস। নিজের এবং দলের লক্ষ্যমাত্রা জানানোর পাশাপাশি নতুন এই টি টুয়েন্টি টুর্নামেন্টটি আয়োজন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ দিয়েছেন তিনি,  


'টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে। এই জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আর অবশ্যই টুর্নামেন্টটা জয় দিয়ে শুরু করতে চাই। যদিও অনেকে মনে করতে পারে টুর্নামেন্টটা প্রিমিয়ার লীগের প্রস্তুতি। তারপরও আমাদের অনেক কিছু দেখানোর আছে যেহেতু আমরা সুযোগ পেয়েছি। চেষ্টা করবো ভালো পারফর্ম করার ও জয় দিয়ে যদি শুরু করতে পারি তাহলে অবশ্যই ভালো হবে,' বলেন নাফিস। 


গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে রুপগঞ্জ তথা প্রত্যেক দলের। আর এই দুই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে কারা খেলবে সেমিফাইনালে। তবে কঠিন এই সমীকরণ খুব একটা ভাবাচ্ছে না নাফিসকে। বরঞ্চ এটিকে একটি নতুন সূচনা হিসেবে দেখতে ইচ্ছুক তিনি। তাঁর ভাষ্যমতে, 


'দুইটি ম্যাচ, মনে হতে পারে দুইটি ম্যাচে কি হতে পারে। আসলে এটা একটা শুরু। এবার দুইটা ম্যাচ হচ্ছে , সেমিফাইনাল ও ফাইনাল হলে মোট চারটা ম্যাচ হবে। আশা করি এটা শুরু, পরবর্তীতে হয়তো ম্যাচের সংখ্যা বাড়বে।'



এদিকে প্রতিপক্ষ শাইনপুকুরকে হালকাভাবে নিচ্ছেন না নাফিস। টি টুয়েন্টি ক্রিকেটে যেকোনো দলই যে কঠিন প্রতিপক্ষ সেটি মেনে তিনি বলেছেন, 'টি-টুয়েন্টি ম্যাচে প্রতিটা অপনেন্টই কঠিন। শাইনপুকুর গত বছরও ভালো করেছে, বেশ তরুণ খেলোয়াড় নিয়ে দল করেছে। আমরা অবশ্যই তাদের খুব শক্ত প্রতিপক্ষ মনে করছি এবং চেষ্টা করব ভালো পারফর্ম করে জেতার।' 


উল্লেখ্য সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রিমিয়ার লীগ টি টুয়েন্টি টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball