আগামীকাল মাঠে গড়াচ্ছে নতুন টি টুয়েন্টি টুর্নামেন্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লীগ টি টুয়েন্টি টুর্নামেন্টে। ঢাকা প্রিমিয়ার লীগের ১২টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করে প্রথমবারের মতো আয়োজিত হবে এই লীগটি। যেখানে প্রথম দিন মাঠে নামবে মোট ৮টি দল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায়। যেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
তৃতীয় ম্যাচটিতে খেলতে নামবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই ম্যাচটি ফতুল্লাতে মাঠে গড়াবে দুপুর দেড়টায়। আর দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আবারও মিরপুরে। বিকেল সাড়ে পাঁচটায় আবাহনী লিমিটেড মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের।
উল্লেখ্য আগামীকাল থেকে শুরু হয়ে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত লীগটির গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এরপর প্রতি গ্রুপের শীর্ষ দল সেমিফাইনালে পা রাখবে। আগামী মাসের ১ তারিখে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচ দুটি। এরপর ৩রা মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টি টুয়েন্টি লীগটি।
টি-টুয়েন্টি লিগের সময়সূচিঃ