টেস্ট সিরিজ সম্প্রচারকৃত চ্যানেলের তালিকা
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের টিভি চ্যানেল গাজি টিভিতে। তবে বিদেশের মাটিতে বসেও খেলাগুলো সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন টাইগার সমর্থকরা।
ভারত এবং উপমহাদেশের বাকি দেশগুলোতে টেস্ট সিরিজটি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টসে। অপরদিকে যুক্তরাজ্যের অধিবাসীরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন স্কাই স্পোর্টস ক্রিকেট চ্যানেলটিতে।

খেলা সরাসরি টিভি পর্দায় দেখার সুযোগ থাকছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মালয়শিয়া, ক্যানাডা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট, যুক্তরাষ্ট্রে উইলো টিভি, মালয়শিয়াতে অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি, ক্যানাডাতে এটি এন ক্রিকেট প্লাস এবং মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডিতে দেখানো হবে ম্যাচগুলো।
এছাড়াও মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার অধিবাসীদের জন্য অনলাইনে খেলা সরাসরি দেখার সুবিধা করে দিচ্ছে হটস্টার, নাউ টিভি, সুপার স্পোর্ট লাইভ এবং উইলো টিভি অনলাইন। এই দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলোঃ আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মাউরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টেস্ট সিরিজের সম্প্রচারকৃত চ্যানেলঃ
ভারত এবং উপমহাদেশ | স্টার স্পোর্টস |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস ক্রিকেট |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস |
দক্ষিণ আফ্রিকা | সুপার স্পোর্ট |
ক্যানাডা | এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক) |
যুক্তরাষ্ট্র | উইলো টিভি |
মালয়শিয়া | অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি |
মধ্যপ্রাচ্য | ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি |