promotional_ad

বড় স্বপ্ন নিয়ে মাঠে গড়াচ্ছে এনসিএল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মেয়েদের জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আসর থেকে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার স্বপ্ন দেখছেন নারী দলের ম্যানেজার এবং দেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম।  


আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিকে নিয়ে তাঁর প্রত্যাশা বিপুল। মেয়েদের এনসিএল যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জাতীয় দল এবং 'এ' দল গঠনে এই টুর্নামেন্টটি যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে উল্লেখ করে ফাহিম বলেছেন, 


 '২৫ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মেয়েদের জাতীয় ক্রিকেট লীগ। আশা করছি যে প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট হবে। আমাদের বর্তমানে যারা খেলোয়াড় আছে তাঁরা ভালো খেলবে। এর মধ্য থেকে কিছু কিছু নতুন খেলোয়াড় হয়তো উঠে আসবে। যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি। আমরা যেহেতু জাতীয় দলের পাশাপাশি একটা ‘এ’ টিমের চিন্তা ভাবনা করছি। সেটার জন্য অলরেডি কিছু কাজ হয়েছে। আশা করছি ‘এ’ টিমে যোগ দেয়ার মতন কিছু কিছু খেলোয়াড়কে আমরা এখান থেকে খুঁজে পাব।'



promotional_ad

এনসিএলের আগে ক্রিকেটারদের প্রস্তুতি প্রসঙ্গেও কথা বলেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ফাহিম। তাঁর মতামত এই ধরণের টুর্নামেন্টে ভালো খেলতে হলে এবং ক্রিকেটারদের কাছে প্রত্যাশিত পারফর্মেন্স পেতে হলে প্রস্তুতির বিকল্প নেই। ভালো ক্রিকেটার পেতে হলে প্রস্তুতিটিও হতে হবে যথেষ্ট উল্লেখ করে ফাহিম বলেছেন,


'সাধারণত সবসময় যেটা হয়, বোর্ড যখন কোনো টুর্নামেন্টের আয়োজন করে,তখন দল গুলো মাঠে যায়, তখন থেকেই খেলা শুরু করে। ঠিক প্রস্তুতি বলতে যেটা বুঝায় সেটা কিন্তু আমরা দেখি না। কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই, একটা প্রতিযোগিতায় ভালো খেলতে চাই, ভালো খেলোয়াড়দের উঠিয়ে আনতে চাই, তাহলে প্রস্তুতি খুব জরুরী।' 


টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেকটি দলকে ফাহিম পরামর্শ দিয়েছেন যথেষ্ট প্রস্তুতির ব্যবস্থা করার। তেমনটি করতে পারলে খেলোয়াড়দের শক্তিমত্তা এবং দুর্বলতা খুব সহজেই খুঁজে বের করা সম্ভব, মতামত অভিজ্ঞ এই কোচের। তাঁর ভাষ্যমতে, 


'এই ব্যাপারে আমরা প্রত্যেকটা বিভাগকেই অনুরোধ করেছি , তাঁরা যেন দল গঠন থেকে শুরু করে, খেলা শুরু হওয়ার আগে যেই প্রস্তুতির ব্যাপারটা, সবাই যেন একটা ক্যাম্প করে। একটা দল খেলার আগে যেই ধরনের প্রস্তুতি নেয়া উচিত, সেটা যেন সবাই নেয়। তাতে যেটা হবে কি, বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় আসে, খেলোয়াড়রা কেমন সেটা তাঁরা চিনবে।'



শুধু তাই নয়, প্রস্তুতির মাধ্যমে খেলার স্ট্র্যাটেজি এবং পরিকল্পনা সাজাতেও সুবিধা হয় কোচের, মতামত ফাহিমের। পাশাপাশি মাঠে গিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলাটাও সম্ভবপর হয়। নারী ক্রিকেট দলের ম্যানেজার তাই বলেছেন, 


'গেইম স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, শক্তি-দুর্বলতা কোথায় এগুলো কোচের জন্য জানা দরকার। এই কারণে মাঠে গিয়েই অ্যাপ্লাই করতে পারে। না জানলে কিন্তু ভালো খেলা সম্ভব না। আমরা নিশ্চিত করতে চাইছি প্রিপারেশনটা যেন ভালো হয়। সেদিক থেকে চিন্তা করেই কিন্তু আমরা অনেক জাতীয় দলের ক্রিকেটারা ছিল, তাদেরকে আমরা ২-৩ দিনের ম্যাচ খেলিয়েছি। এমন যত বেশি খেলবে তত বেশি খেলাটা শিখতে পারবে, খেলাটা ধরতে পারবে। সেটা আমরা চেষ্টা করছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball