promotional_ad

ভারী বাতাস বোলারদের আরেক প্রতিপক্ষ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের কন্ডিশনে বলের লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করা বাংলাদেশের পেসারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ সেখানকার বাতাস এতটাই ভারী যে, বলের গতির পাশাপাশি বলের দিক পরিবর্তন করে দিতেও সক্ষম।


নিজেদেরকে এই তীব্র বাতাসের সাথে মানিয়ে নিতে অনেক বেগ পেতে হচ্ছে টাইগার পেসারদের। বাতাসে বলের নড়াচড়ায় সঠিক জায়গায় বল করতে পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে স্কোয়াডে থাকা পেসারদের।



promotional_ad

মূল পর্বের খেলা শুরুর আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলনে ঘাম ঝরাচ্ছিলেন আবু জায়েদ রাহি সহ দলের সকলে। কিউই কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুতি ম্যাচের গুরুত্ব কতটা বুঝতে পারছেন সকলে।


অনুশীলন শেষে সাংবাদিকের সামনে এসে রাহি বলেন, 'এই জায়গার বাতাস অনেক ভারী। আমরা এটা নিয়েই কাজ করব আজকের ম্যাচটাটে। যাতে পেসাররা জায়গায় বোলিং করতে পারি। আজকে বোলিং করেছি, অনেক কষ্ট হয়েছে। কারণ বাতাসের জন্য বল নড়াচড়া করছে। অনুশীলন ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেয়ার ক্ষেত্রে।'


২০১৭ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরেও ওয়েলিংটন, ক্রাইস্টচার্চের বাতাসের সাথে মানিয়ে নিতে সমস্যা হয়েছে টাইগারদের। বাতাসের কারণে চাপের মুখে আক্রমণাত্মক বোলিং ভুলে রক্ষণাত্মক বোলিংয়ের পথ বেঁছে নিতে হয় বোলারদের।



তবে বাতাসের সাথে মানিয়ে নিতে ধীরে ধীরে শিখেছেন তাঁরা। রাহি আশা করছেন মূল সিরিজ শুরুর আগে কন্ডিশনকে নিজেদের করে নিতে পারবেন টাইগার ক্রিকেটাররা।


'আগে বলতে আমরা প্রায় ১২-১৪ দিন আগে এসেছি। আমার কাছে মনে হয় এই কন্ডিশনের সাথে এত দিনে আমরা মানিয়ে নিতে পেরেছি,' বলেছেন রাহি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball