গেইলের বিশ্বরেকর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৯ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসটি খেলার পথে মোট ১২টি ছয় হাঁকিয়েছেন উইন্ডিজ ব্যাটিং ঝড় ক্রিস গেইল। এরই সাথে বিশ্বরেকর্ডে নিজের নাম লিখিয়েছেন এই বাঁহাতি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ছয় হাঁকানো ব্যাটসম্যান হিসেবে নিজেকে অদ্বিতীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই ক্যারিবিয়ান। বার্বাডোজে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১২টি ছয়ের মধ্য দিয়ে গেইল ছাড়িয়েছেন শহীদ আফ্রিদির ৪৭৬ ছয়ের রেকর্ডটিকে।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের মোট ছয় সংখ্যা ৪৮৮টি (টেস্ট, ওয়ানডে ও টি টুয়েন্টি মিলিয়ে)। যেখানে ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ২৮৭টি ছয় হাঁকিয়েছেন গেইল। অপরদিকে টেস্ট এবং টি টুয়েন্টিতে তাঁর ছয়ের সংখ্যা যথাক্রমে ৯৮ ও ১০৩টি।
তালিকার দ্বিতীয়তে নেমে যাওয়া পাকিস্তানি হার্ডহিটার আফ্রিদি ওয়ানডেতে ৩৫১টি ছয় হাঁকিয়েছেন। যেখানে টেস্ট এবং টি টুয়েন্টিতে তাঁর ছয় রয়েছে ৫২ ও ৭৩টি।
গেইল ও আফ্রিদির পরের স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটসম্যান হাঁকিয়েছেন ৩৯৮টি ছয় (ওয়ানডেতে ২০০, টেস্টে ১০৭, টি টুয়েন্টিতে ৯১টি)।
এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখলে রেখেছেন সানাথ জয়সুরিয়া এবং রোহিত শর্মা। অবসরের আগে সর্বমোট ৩৫২টি ছয় হাঁকিয়েছিলেন মাতারা হারিকেন খ্যাত লঙ্কান কিংবদন্তী জয়সুরিয়া। ওয়ানডেতে ২৭০টি, টেস্টে ৫৯টি এবং টি টুয়েন্টিতে ২৩টি ছয় রয়েছে তাঁর।
অপরদিকে ভারতীয় ব্যাটসম্যান রোহিত এখন পর্যন্ত মোট ৩৪৯টি ছয় হাঁকিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়ানডেতে ২১৫টি, টেস্টে ৩২টি এবং টি টুয়েন্টিতে ১০২টি ছয় মেরেছেন এই ওপেনিং ব্যাটসম্যান।