promotional_ad

বিশ্বকাপের স্মৃতিতে তামিম ইকবাল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে তামিম ইকবালের খেলা ৫১ রানের ইনিংসটি নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। সেই বিশ্বকাপে ভারতের নেতৃত্বে থাকা দ্রাবিড় জানিয়েছেন, তাঁরা তামিমের এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন না।


তাঁরা আশাও করেন নি বাংলাদেশ এমন সূচনা পাবে। টাইগারদের এমন সূচনা এনে দেয়ার জন্য তামিমকে কৃতিত্ব দিয়েছেন দ্রাবিড়।



promotional_ad

তামিম শুরুর দিকে বাংলাদেশকে এমন উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন বলেই পরবর্তী ব্যাটসম্যানদের রান করতে সহজ হয়েছিল। ১৭ বছর বয়সী তরুণ হিসেবে পুরো ইনিংস জুড়েই ইতিবাচক মনোভাবে ব্যাটিং করেছিলেন তামিম। ক্রিকইনফোকে দ্রাবিড় বলেন, 


'তামিমকে কৃতিত্ব দিতেই হয়, সে নেমেই আক্রমণাত্মক খেলা শুরু করেছিল। আমরা যেটার আশাও করিনি। নেমেই মেরে খেলতে শুরু করেছে, ইতিবাচক মনোভাব নিয়ে। সে তখন একজন তরুণ ক্রিকেটার, সে জানতো তাঁর শক্তি এবং দুর্বলতা সম্পর্কে।


'ভাগ্য সঙ্গ দিয়েছিল তাঁকে, স্লিপের আশে পাশে দিয়ে বেশ কয়েকবার বল গিয়েছিল। তারপরও ভালো খেলেছিল সে, দলকে যে উড়ন্ত সূচনা সে এনে দিয়েছিল এতে বাকিদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।'



২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত। সেই ম্যাচে তামিম ছাড়াও বাংলাদেশের পক্ষে ফিফটি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball