অধিনায়ক মাশরাফির একশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিন ফরম্যাট মিলিয়ে এদিন অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলেছেন তিনি।
অধিনায়ক হিসেবে এদিন জয়ের মুখ না দেখলেও বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক এই কাপ্তান। তিন ফরম্যাটে অধিনায়কত্ব করে মোট ১০০ ম্যাচে জিতেছেন ৫১টিত??।

ওয়ানডেতে তাঁর অধীনে মোট ৭১ ম্যাচে ৪০টিতে জিতেছে টাইগাররা। যেখানে ৫৭.৯৭ ভাগ ম্যাচ জিতেছেন মাশরাফি। টেস্টে মাত্র ১ ম্যাচে নেতৃত্ব দিলেও সেটিতেও জয়ের মুখ দেখেছিলেন তিনি।
এছাড়া ২০১৭ সালে টি-টুয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়া মাশরাফি ২৮টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। যদিও এই ফরম্যাটের পরিসংখ্যান কথা বলছে তাঁর বিপক্ষে।
২৮ ম্যাচের মধ্যে ১৭টিতেই হারতে হয়েছে তাঁকে। মাত্র ১০টিতে জয় পাওয়ায় এই অধিনায়কের অধীনে বাংলাদেশের জয়ের শতাংশ ৩৭.০৩ ভাগ।
মাশরাফির পর তিন ফরম্যাটে মোট ৯৪টি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হিসেবে খেলেছেন মুশফিকুর রহিম। তৃতীয় স্থানে ৮৭টি ম্যাচ খেলে আছেন হাবিবুল বাশার।
যদিও বাশার মাত্র ২ ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর পরের অবস্থানে আছেন সাকিব আল হাসান। যার অধীনে ৮০টি ম্যাচ খেলেছে টাইগাররা।