promotional_ad

অধিনায়ক মাশরাফির একশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিন ফরম্যাট মিলিয়ে এদিন অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলেছেন তিনি।


অধিনায়ক হিসেবে এদিন জয়ের মুখ না দেখলেও বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক এই কাপ্তান। তিন ফরম্যাটে অধিনায়কত্ব করে মোট ১০০ ম্যাচে জিতেছেন ৫১টিত??। 


promotional_ad

ওয়ানডেতে তাঁর অধীনে মোট ৭১ ম্যাচে ৪০টিতে জিতেছে টাইগাররা। যেখানে ৫৭.৯৭ ভাগ ম্যাচ জিতেছেন মাশরাফি। টেস্টে মাত্র ১ ম্যাচে নেতৃত্ব দিলেও সেটিতেও জয়ের মুখ দেখেছিলেন তিনি।


এছাড়া ২০১৭ সালে টি-টুয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়া মাশরাফি ২৮টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। যদিও এই ফরম্যাটের পরিসংখ্যান কথা বলছে তাঁর বিপক্ষে।


২৮ ম্যাচের মধ্যে ১৭টিতেই হারতে হয়েছে তাঁকে। মাত্র ১০টিতে জয় পাওয়ায় এই অধিনায়কের অধীনে বাংলাদেশের জয়ের শতাংশ ৩৭.০৩ ভাগ।


মাশরাফির পর তিন ফরম্যাটে মোট ৯৪টি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হিসেবে খেলেছেন মুশফিকুর রহিম। তৃতীয় স্থানে ৮৭টি ম্যাচ খেলে আছেন হাবিবুল বাশার। 


যদিও বাশার মাত্র ২ ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর পরের অবস্থানে আছেন সাকিব আল হাসান। যার অধীনে ৮০টি ম্যাচ খেলেছে টাইগাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball