promotional_ad

সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি শ্রীলঙ্কা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার মাঠে নামছে শ্রীলঙ্কা। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২ টায়। টানা তিনটি সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকা সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে লঙ্কানদের।


ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ হার দিয়ে শুরু। এরপর, নিউজিল্যান্ডে প্রথম টেস্ট ড্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল লঙ্কানরা। তবে সিরিজের শেষ ম্যাচ হেরে ১-০ ব্যবধানে হারে শ্রীলঙ্কা।


চলতি বছর অস্ট্রেলিয়া সফরটাও ভালো যায়নি তাদের। ২ ম্যাচের সিরিজে দুটি টেস্টেই হেরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা। টানা ব্যর্থতার কারণে ইতিমধ্যে ছেঁটে ফেলা হয়েছে লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমালকে।



promotional_ad

তার বদলে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে। এখন দেখার বিষয় নতুন অধিনায়কের অধীনে কতটা সফল হতে পারে শ্রীলঙ্কা। অধিনায়কত্ব হারানোর সাথে দল থেকেই বাদ পড়েছেন চান্দিমাল।


তাছাড়া ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ স্পিনার নুয়ান প্রদীপ। সেই সঙ্গে ইনজুরির কারণে খেলতে পারছেন না দুশমান্থ চামিরাও। ফলে শক্তিশালী একাদশ গড়তে হিমশিম খেতে হবে শ্রীলঙ্কাকে।


অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজেই লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। কদিন আগেই ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস তুঙ্গে প্রোটিয়াদের। ঘরের মাঠে লঙ্কানদেরও কোনো রকম ছাড় দিবে না ফাফ ডু প্লেসিসের দল।


দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য):



ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), থুনিস ডি ব্রুয়াইন, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ভারনন ফিলান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, ডুয়েন অলিভিয়ার।


শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য):


দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্ন, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, মিলিন্ডা শ্রীবর্ধনে, নিরোশান ডিকওয়েলা (উইকেটকিপার), সুরাঙ্গা লাকমল, লক্ষন সন্দাকান, কাসুন রাজীথা, বিশো ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball