বিশ্বকাপের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়লেন ফাওয়াদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলেছেন অজি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ। পাকিস্তানে জন্ম নেয়া এই ক্রিকেটার সবশেষ ২০১৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তিনি ভিক্টোরিয়ার হয়ে খেলে থাকেন। ২০১৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান তিনি। এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন নিয়মিত।
প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর দখলে রয়েছে ২০৫ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়লেও ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ফাওয়াদ। নিজের অবসরের ঘোষণার সময় সংবাদ মাধ্যমকে এমনটা বলেছেন তিনি।

'আমি এখনও খেলাটিকে পছন্দ করি। ওয়ানডে, টি-টুয়েন্টি অথবা চারদিনের ম্যাচ। কিন্তু আমার জন্য একটাই পথ খোলা, সাদা বলের ক্রিকেট। তাই আমি টি-টুয়েন্টি এবং ৫০ ওভারের খেলা চালিয়ে যাবো।'
ফাওয়াদ মনে করেন একসময় তাকে চারদিনের ক্রিকেটকে না বলতেই হতো, তাই এখনই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না বলেও জানিয়েছেন এই লেগ স্পিনার। প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়লেও চারদিনের ক্রিকেট তাঁর পছন্দের শীর্ষে এমনটাই জানিয়েছেন তিনি।
'এটা আমার জন্য অনেক কষ্টকর। আমি চারদিনের ক্রিকেট পছন্দ করি। যেভাবে আমি অনুশীলন করি, যেভাবে আমি ভালোবাসি ক্রিকেটকে, আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাই যেভাবে নেটে এবং মাঠে ও মাঠের বাইরে আমি আমার সময়টা উপভোগ করেছি। এটা একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটাই সেরা বিকল্প ছিল। সবকিছু জন্য একটি শেষ আছে।'
ফাওয়াদ অস্ট্রেলিয়ার হয়ে ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বল হাতে নিয়েছেন ৩টি উইকেট। আর দুটি টি-টুয়েন্টি খেলে দখল করেছেন ৩টি উইকেট।