বাংলাদেশ আন্ডারডগ তকমা পছন্দ করেঃ রোডস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের জন্য সহজ হবে না তাই আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে টাইগাররা। দলের কোচ স্টিভ রোডস ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আন্ডারডগ তকমা পছন্দ করে বাংলাদেশ আর নিউজিল্যান্ডও জানে তাঁদেরকে সিরিজ জিততে হলে অতিরিক্ত ভালো ক্রিকেট খেলতে হবে।
আন্ডারডগ হিসেবে খেলতে নামলেও বাংলাদেশ যে প্রতিপক্ষকে চমকে দিতে পারে সেটা রোডস খুব ভালো মতই জানেন। এর আগের বার নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা ভালো ছিল না বাংলাদেশের জন্য। কিন্তু এবার সেই পেছনের ভুল শুধরাতে মরিয়া হয়ে আছে মাশরাফি বাহিনী। রোডস বলেন,

'বাস্তবতা বলতে গেলে নিউজিল্যান্ডের মাটিতে জয় পাওয়াটা আমাদের জন্য মোটেও সহজ হবে না। আমরা আন্ডারডগ হিসেবেই মাঠে নামবো। বাংলাদেশ দলও এই তকমাটা পছন্দর করে। আন্ডারডগ হিসেবে যেকোন দলকেই ভরকে দেয়ার ক্ষমতা রাখি আমরা। আর আমার মনে হয় নিউজিল্যান্ডও জানে তাঁদেরকে সিরিজ জিততে হলে আমাদের বিপক্ষে বাড়তি কিছু করতে হবে।'
নিউজিল্যান্ডে ভালো করার কাজটা সহজ নয় জানা আছে রোডসের। তাই তো অধিনায়কের সাথে একমত হলেন তিনি। তবে এর মানে এই না যে বাংলাদেশ জিততে পারবে না বলেও জানান তিনি। রোডস আরও বলেন,
'কাজটা মোটেও সহজ হবে না আমাদের জন্য। আপনারা জানেন অধিনায়ক মাশরাফি মিডিয়াতে এটা বলেছে। আমার কাছে মনে হয় সে ঠিক। কিন্তু এর মানে এই না যে আমরা জেতার ক্ষমতা রাখি না।
'সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে আমরা অসাধারণ খেলেছি। উইন্ডিজদের বেশ কয়েকবার হারিয়েছি। সেখান থেকে আত্মবিশ্বাস নিচ্ছি আমরা।'
টাইগারদের এই ইংলিশ কোচ আরও বলেন, 'কাজটা মোটেও সহজ হবে না আমাদের জন্য। আপনারা জানেন অধিনায়ক মাশরাফি মিডিয়াতে এটা বলেছে। আমার কাছে মনে হয় সে ঠিক।'