সাকিবের অভাব ভোগাবে বাংলাদেশকে

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন এই সফরে সাকিবের অনুপস্থিতি দারুণ ভাবে টের পাবে বাংলাদেশ।
অন্তত পরিসংখ্যান ঘাটলে এমনটাই মনে হবে। ব্যাটে বলে দারুণ পারফর্মেন্সে সাকিব টেক্কা দিয়েছেন নিউজিল্যান্ডের বড় বড় তারকাদেরও। দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব।

তিনি কিউইদের বিপক্ষে ২১ ম্যাচ খেলে বল হাতে নিয়েছেন ৩৫ টি উইকেট। বল হাতে সাকিবের ধারে কাছেও নেই কোনো টাইগার তারকা। ১২ ম্যাচে ২১ উইকেট নিয়ে সাকিবের নিকটবর্তী অবস্থানে আছেন টাইগার পেসার রুবেল হোসেন।
ব্যাট হাতেও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব। তিনি ২১ ম্যাচ খেলে ২ শতক ও সমান সংখ্যক অর্ধশতকে ৫৭৫ রান করেছেন। কিউইদের বিপক্ষে সাকিবের ব্যাটিং গড় ৩০.২৬। দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সাকিবের অবস্থান ২ নম্বরে।
শীর্ষে আছেন রস টেইলর। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ২০ টি ম্যাচ খেলেছেন। ২ সেঞ্চুরি ও ৬ হাফ সেঞ্চুরিতে ৭৮৬ রান করেছেন। গড়টাও অসাধারণ ৫২.৪০। বাংলাদেশ সিরিজে রস টেইলর আছেন।
তবে বাংলাদেশ তাদের সেরা তারকাকে পাচ্ছে না। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা বিমান বন্দরে সংবাদ মাধ্যমকে বলে গেছেন, সাকিবকে ছাড়া নিউজিল্যান্ড সফর কঠিন হবে। পরিসংখ্যানও একই কথা বলছে।
‘নিউজিল্যান্ড সফর সব সময়ই কঠিন। সাকিবকে ছাড়া আরও কঠিন হবে। তবে গত বছর তাকে ছাড়া বেশ কিছু ম্যাচ খেলতে হয়েছে আমাদের। চেষ্টা থাকবে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর।’