দলে না নেয়ায় ভারতীয় নির্বাচকের উপর হামলা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লির অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল নির্বাচনকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন সাবেক ভারতীয় পেসার অমিত ভান্ডারি। গুরুতর আহত এই ক্রিকেটারকে দিল্লির পরমানন্দ হাসপাতালে ভর্তি হয়েছে।
অবশ্য ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন শঙ্কা মুক্ত। মূলত দলে সুযোগ না পাওয়া এক ক্রিকেটারের ভাড়া করা গুণ্ডাদের হাতে আক্রান্ত হন দিল্লির নির্বাচক ও সাবেক ক্রিকেটার অমিত।

তিনি অভিযোগ করেছেন এই ক্রিকেটার প্রথমে তাঁকে চড় মারে। এরপর তাঁর সঙ্গীরা অমিতের উপর আক্রমণ করেন। সেন্ট স্টিফেন্স কলেজ মাঠে এই ঘটনা ঘটে। অন্তত ১৫ জন হকি স্টিক নিয়ে তাকে আক্রমণ করেন।
মাথা সহ শরীরের বিভিন্ন অংশে চোট পেয়েছেন তিনি। আগামী বুধবার মাঠে গড়াচ্ছে নক আউট পদ্ধতির একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্যই ট্রায়েল চলছিল সেন্ট স্টিফেন্স কলেজ মাঠে।
এদিকে, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি রজত শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা চেষ্টা করছেন এই ঘটনার সব তথ্য সংগ্রহ করে দোষিদের শাস্তি দিতে।
"আমরা ঘটনাটির সব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। যতদূর আমি জানতে পেরেছি, এটি একজন ক্রিকেটারের কাজ। যে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য তালিকায় ছিলেন না।'