promotional_ad

বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন ম্যাকমিলান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সাবেক কিউই ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। সোমবার তিনি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছেন।


মূলত পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই কিউই অলরাউন্ডার। আর এটাই সঠিক সময় মনে হয়েছে তাঁর কাছে এই সিদ্ধান্ত নেয়ার জন্য। তিনি বলেন,


promotional_ad

'মূলত পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছি। তাঁর সঙ্গে কথা হয়েছে, বিগত পাঁচ বছর ধরে তাঁরা অনেক ত্যাগ শিকার করেছে আমার জন্য। 


'ক্রিকেট খেলার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বয়সও। দিন দিন আরও বাড়বে এটা। তাই এখনি সঠিক সময় এই সিধান্ত নেয়ার।' 


২০১৪ সালের সে মাসে প্রথমে তাকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর চার মাস পর তাঁকে পূর্ণ মেয়াদে কোচ ঘোষণা করে তাঁরা।


২০১৫ সালের বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন ম্যাকমিলান। বিশ্বকাপে দলের সাফল্যের পর ২ বছরের চুক্তি বাড়িয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে রাখার সিদ্ধান্ত নেয় কিউই ক্রিকেট বোর্ড।


দলের সঙ্গে ২টি বিশ্বকাপে ব্যাটিং কোচের দায়িত্বে থাকার পর ইংল্যান্ড বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন ম্যাকমিলান। তিনি ব্লাক-ক্যাপসদের হয়ে খেলেছেন ৫৫টি টেস্ট এবং ১৯৭টি ওয়ানডে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball