দশ দলের বিশ্বকাপের বিরোধিতা নেইল ও'ব্রায়েনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে দশটি দল। এর আগেও বেশ কয়েকটি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়েছে দশ দল নিয়ে। তবে ১০ দলের বিশ্বকাপের বিরোধিতা করেছেন সাবেক আইরিশ ক্রিকেটার নেইল ও'ব্রায়েন।
ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে এই সাবেক তারকা ও বর্তমান ধারাভাষ্যকার জানিয়েছেন, টেস্ট খেলুড়ে ১২ দলের সরাসরি বিশ্বকাপ খেলা উচিত। আর সঙ্গে যোগ দিতে পারে সহযোগী দুই দল। মোট কথা ১৪ দলের বিশ্বকাপ চান তিনি।

'সত্যি কথা বলতে, এটা খুবই বাজে সিদ্ধান্ত। আমি মনে করি ১২টি টেস্ট খেলুড়ে দলের সরাসরি বিশ্বকাপ খেলা উচিত। বাকি দুইটি দল আসবে সহযোগী সদস্য দেশ থেকে। আমার ব্যক্তিগত মতামত, বিশ্বকাপ হওয়া উচিত ১৪ দলের। দুই গ্রুপে ৭ দল থাকবে।'
দশ দলের বিশ্বকাপের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দশ দলের বিশ্বকাপ আয়োজন করা ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেছেন এই সাবেক আইরিশ ক্রিকেটার। আসন্ন এই বিশ্বকাপের আসরে তাঁর সাবেক দল আয়ারল্যান্ড জায়গা করে নিতে পারেনি।
তবে, বিশ্বকাপে জায়গা করে নিতে না পারায় নিজেদের পারফর্মেন্সকে দায়ী করেছেন ও'ব্রায়েন। নিজেদের লক্ষ্য জানলেও তা কাজে লাগাতে পারেনি আইরিশরা এমনটাই মনে করেন ও'ব্রায়েন।
'আমি মনে করি এখন যা হচ্ছে সেটা সঠিক না। এটা হতাশার। তবে আয়ারল্যান্ডের সুযোগ ছিল কোয়ালিফাই করার, আমরা ভালো খেলতে পারি নি। আমরা জানতাম কি করতে হত, আমরা যথেষ্ট ভালো খেলি নি।'