আবারও কাউন্টি মাতাবেন আমির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট||
আবারও কাউন্টি মাতাতে চলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। কাউন্টির সীমিত ওভারের টুর্নামেন্ট টি-টুয়েন্টি ব্লাস্টে আমির এসেক্সের হয়ে মাঠ মাতাবেন। এর আগে ২০১৭-১৮ মৌসুমে এসেক্সের হয়ে খেলেছিলেন আমির।
সেবার দারুণ বোলিং করে দলটিকে কাউন্টি চ্যাম্পিয়নশীপ জিততে সাহায্য করেছিলেন তিনি। সেবার ইয়র্কশায়ারের বিপক্ষে ৭২ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যান গড়েছিলেন তিনি।

আগামী ১৮ই জুলাই লর্ডসে মিডেলসেক্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে এসেক্স। প্রথম ম্যাচেই দলটির সাথে যোগ দেবেন আমির। এই টুর্নামেন্টে মোট ৮টি ম্যাচে তাঁর খেলার কথা রয়েছে।
পুরনো দলে ফিরতে পেরে দারুণ খুশি আমির। সতীর্থ্যদের সাথে যোগ দিতে তাঁর তর সইছে না। ২০১৭ সালে দলটির হয়ে খেলা দারুণ উপভোগ করেছিলেন বলে জানিয়েছেন আমির। এবারও দলের সাফল্যে অবদান রাখতে চান তিনি।
'আমি চেমসফোর্ডে ফিরে আসার জন্য এবং সতীর্থ্যদের সঙ্গে যোগ দেয়ার জন্য উদ্রগ্রিব। আমি ২০১৭ সালে আমার সময়টি পুরোপুরি উপভোগ করেছি এবং এই মৌসুমে ক্লাবের সাফল্যতে আমি আমার ভূমিকা পালন করার জন্য উন্মুখ।'
এক্সেক্স কোচ এন্থনি ম্যাকগ্রাথ আমিরকে দলে স্বাগত জানিয়ে বলেছেন, 'সে বিশ্বের অন্যতম রোমাঞ্চকর বোলিং প্রতিভা এবং আমি আনন্দিত যে সে আমাদের সাথে আবারও যোগ দিতে যাচ্ছে।"