টাইগার যুবাদের বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় ইংল্যান্ড

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড যুব দল নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৮৯ রান করে তৃতীয় দিন শেষ করেছে। তারা এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ২৯ রানের ব্যবধানে।
এই ম্যাচের চতুর্থ ও শেষ দিনে দ্রুত চার উইকেট তুলে নিতে পারলেই ইনিংস ব্যবধান জয় নিশ্চিত করবে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ২৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল।
জবাবে খেলতে নেমে শাহাদাত হোসেনের ৮৪, ও আকবর আলীর ৮২ রানে ভর করেন ৯ উইকেট হারিয়ে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করে টাইগার যুবারা। ১১৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।
মাত্র ২০ রানে প্রথম উইকেট হারায় তারা। জর্জ ব্যালডারসন ১০ রানে মিনহাজুর রহমানের শিকার হন আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে। এরপর বেন চার্লসওর্থ ও লুইস গোল্ডসওর্থির জুটি প্রতিরোধ গড়েছিল।

দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন আসাদুল্লাহ হিল গালিব। চার্লসওর্থ ২০ ও গোল্ডসওর্থী ফিরেছেন ১৭ রান করে। এরপর জেমি স্মিথকেও (০) সাজঘরের পথ দেখিয়েছেন গালিব। দলীয় ৫৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এরপর অধিনায়ক লেমনবি ১২ রান করে মিনহাজুর রহমানের বলে লেগ বিফরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। ডন মাউসলি ফিরেছেন ৪ রান করে শাহাদাতের বলে বোল্ড হয়ে। তৃতীয় দিনের শেষ দিকে নামা দুই ব্যাটসম্যান জর্জ হিল (১২) ও লুক হলম্যান (০) অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৮০ অলআউট (৯৪.২ ওভার)
(চার্লসওর্থ ৯৯, ব্যাল্ডারসেন ৬৫; রুহেল ৪/৬১)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩৯৮/৯ (১২১.৫ ওভার)
(আকবর ৮২, শাহাদাত ৮৪, পারভেজ ৬২, হৃদয় ৬১; হামিদুল্লাহ কাদরি ২/১০৫)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৮৯/৬ (৪৯ ওভার)
(চার্লসওর্থ ২০, গোল্ডসওর্থি ১৭; ৩/২২ গালিব, ২/১৬ মিনহাজুর)