ভোরে নিউজিল্যান্ডে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট||
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে রবিবার নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের লিংকনে বার্ট সাট ক্লিফে রবিবার ভোর ৪টায় মাঠে নামবে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ দল একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে। বিপিএলের প্লে'অফের কারণে ওয়ানডে স্কোয়াডের সবাই এখনও নিউজিল্যান্ডে পৌঁছাতে পারেনি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই এই ম্যাচ খেলবে টাইগাররা।
প্রস্তুতি ম্যাচে মাশরাফির অবর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে। ওয়ানডে স্কোয়াডের খেলোয়াড়দের জায়গা পূরণে টেস্ট দলে থাকা মমিনুল হক ও সাদমান ইসলামকে এরই মধ্যে উড়িয়ে নেয়া হয়েছে নিউজিল্যান্ডে।

তাছাড়া, ওয়ানডে স্কোয়াডে থাকা দশজন ক্রিকেটার আছেন ক্রাইস্টচার্চে। এরই মধ্যে বিপিএলের ফাইনালে বাঁহাতের আঙুলে চোট পেয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ফলে তাকে রেখেই শনিবার রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন মাশরাফি, তামিম ও সাইফুদ্দিন। প্রস্তুতি ম্যাচের জন্য ইতিমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। একাদশে রাখা রয়েছে জাতীয় দলের তারকা জিৎ রাভালকে।
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ
জিৎ রাভাল (অধিনায়ক), অ্যান্ড্রু ফ্লেচার, রচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, ডেল ফিলিপ্স, কাটেন ক্লার্ক, শিন সলিয়া, ম্যাক্স চু (উইকেটরক্ষক), থিও ফন ওয়র্কম, ইয়ান ম্যাকপিক, অ্যান্ড্রু হ্যাজেল্ডিন ও জেমি ব্রাউন।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও শফিউল ইসলাম।