promotional_ad

সেরা ইনিংসটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলেন তামিম

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রায় পুরোটা জুড়েই ভালো শুরুর পর ইনিংস লম্বা করতে পারছিলেন না তামিম ইকবাল। তাই ঠিক করেছিলেন ফাইনালে নিজের সেরা ইনিংসটি খেলবেন।


বিপিএলের ফাইনালে ঢাকার বিপক্ষে ১৪১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তামিম। পুরস্কার হাতে এই কথা জানিয়েছেন এই মারকুটে ওপেনার।


'টুর্নামেন্টে আমি ভালো শুরু পেয়েছিলাম কিন্তু এগুলোকে রূপান্তরিত করতে ব্যর্থ হয়েছি। তাই আমি ঠিক করলাম, আমার সেরাটা শেষের জন্য জমিয়ে রাখি। আমরা সত্যিই ইনিংসটি ভালো পরিকল্পনা করেছি।'



promotional_ad

ঢাকার বিপক্ষে রান করা মোটেই সহজ ছিল না বলে মনে করেন তামিম। কারণ দলটিতে সাকিব আল হাসান ও সুনিল নারিনের মতো দুজন বিশ্বসেরা বোলার ছিলেন। তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অতিমানবীয় ইনিংসে দলকে ১৯৯ রানের পুঁজি এনে দিয়েছিলেন তামিম।


'আমরা পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পেরেছি। তাদের দলের দুই বিশ্বসেরা বোলার সাকিব, নারিনের বিপক্ষে কোন সুযোগ নিতে চাইনি। পেসারদের জন্য অপেক্ষায় ছিলাম আমরা।'


এই বড় পুঁজিও তামিমদের কাছে একসময় কম মনে হচ্ছিল। রনি তালুকদারের দারুণ ব্যাটিংয়ে শুরু থেকেই রানের ধারা অব্যহত ছিল ঢাকার। তবে তামিমের বিশ্বাস ছিল দুটি উইকেট নিতে পারলেই ম্যাচে ফিরবে তাঁর দল।


'এক সময় ২০০ রানও কম মনে হয়েছিল। কিন্তু আমরা জানতাম দুটি উইকেট নিতে পারলেই আমরা ম্যাচে ফিরব। পোলার্ড এবং রাসেলের উইকেট দুটি অনেক গুরুত্বপূর্ণ ছিল।'



শেষ পর্যন্ত তামিমদের দেয়া সেই লক্ষ্য তাড়া করে ঢাকার ইনিংস থেমেছে ১৮২ রানে। আর কুমিল্লা জয় পেয়েছে ১৭ রানের ব্যবধানে। ফলে বিপিএলের দ্বিতীয় শিরোপার স্বাদ পেয়েছে দলটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball