promotional_ad

উত্থান পতন থেকে অনুপ্রাণিত ঢাকা

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএল ফাইনালের আগে বিপিএলের গ্রুপ পর্বের উত্থান পতনকে শক্তি হিসেবে দেখছেন ঢাকা ডাইনামাইটস কোচ খালেদ মাহমুদ সুজন। কঠিন পরিস্থিতি জয় করার ক্ষেত্রে দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা আছে ডাইনামাইটস কোচের। 


বিপিএলের শুরুতে টানা ম্যাচ জয় করা ঢাকা টুর্নামেন্টের মাঝপথে এসে খেই হারিয়ে বসে। টানা পাঁচ ম্যাচ হেরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে খুলনা টাইটান্সকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় সাকিবের ঢাকা। 



promotional_ad

গ্রুপ পর্বের শিক্ষা বিপিএল ফাইনালে কাজে লাগাতে চান খালেদ মাহমুদ সুজন। তাঁর ভাষায়, 'আমরা আত্মবিশ্বাসী কারণ আমরা এবারের বিপিএলে ভিন্ন ভিন্ন পরিস্থিতি জয় করে এসেছি। আশা করছি শেষ দুই ম্যাচে যা করে এসেছি তার ধারবাহিকতা থাকবে।'


গ্রুপ পর্বে কুমিল্লার বিপক্ষে দুইবারের দেখায় দুইবারই হারতে হয়েছে ঢাকাকে। দলে সাকিব, রাসেল, নারিন ও পোলার্ডের মতন তারকা অলরাউন্ডার থাকার পরও কুমিল্লার কাছে হেরেছিল ঢাকা। সুজনের স্বীকারোক্তি, ফাইনালে ঢাকা-কুমিল্লা ম্যাচে মানসিক দিক থেকে এগিয়ে থাকবে কুমিল্লা।


'চার অলরাউন্ডার থাকার পরও আমরা ওদের কাছে হেরেছিলাম। আমরা সম্পূর্ণ তাদের ওপর নির্ভরশীল নয়। আমাদের দল হিসেবে খেলতে হবে। তবে মানসিকভাবে ওরা এগিয়ে থাকবে, কারণ ওরা আমাদের গ্রুপ পর্বে দুইবার হারিয়েছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball