ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি রংপুর-ঢাকা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধববার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।
ঢাকা ডায়নামাইটস বিপিএলের এবারের আসরের এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। এদিকে, প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলছে রংপুর।
দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে সে দলই ফাইনালে জায়গা করে নিবে। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে কুমিল্লাকে। শক্তিমত্তার বিচারে দুই দলই সমানে সমান। ঢাকায় উপুল থারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও শুভাগত হোমের মতো ব্যাটসম্যানরা রয়েছেন।
প্রত্যেকেই আছেন দারুণ ফর্মে। লীগ পর্বের শেষ ম্যাচ এবং এলিমিনেটর ম্যাচে দাপট দেখিয়ে জিতে উজ্জীবিত আছে সাকিব আল হাসানের দল। দলটির বোলিং আক্রমণে আছেন রুবেল হোসেন, সাকিব, নারিনদের মতো তারকারা।
বল হাতে অবদান রাখার সামর্থ্য আছে আন্দ্রে রাসেল, শুভাগত হোম, কাইরন পোলার্ডেরও। মিরপুরে ঘরের মাঠে ঢাকার ফর্ম দারুণ। বিপিএলের এবারের আসরের শুরুতে মিরপুরে টানা চার ম্যাচ জিতেছিল ঢাকা।

শেষ দুই ম্যাচও মিরপুরে জয় পেয়েছে সাকিবরা। তাই পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ডায়নামাইটসরা। অন্যদিকে রংপুর রাইডার্স জয়ের ধারায় ফিরতে চায়। এই ম্যাচে জয় দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চায়। কোয়ালিফায়ারের এই ম্যাচে অ্যালেক্স হেইলস, এবি ডি ভিলিয়ার্সকে পাচ্ছে না রংপুর।
ইনজুরির কারণে হেইলস নেই, এবি ডি ভিলিয়ার্সও ফিরে গেছেন। গেইলও সেরা ফর্মে নেই। ফলে ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তায় আছে রংপুর। এই ম্যাচে রংপুরের ব্যাটসম্যানদের রানে ফেরাই মূল লক্ষ্য। ফলে, রাইলি রুশো, রবি বোপারাদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
নজর থাকবে যাদের ওপরঃ-
মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স):- বড় ম্যাচে ঝলসে ওঠার দারুণ ক্ষমতা রয়েছে মাশরাফির। এই ম্যাচেও এমন কিছুই করতে পারেন রংপুর অধিনায়ক। ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে এবারের আসরের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি তিনি। কোয়ালিফায়ারের এই ম্যাচেও মাশরাফির দিকে তাকিয়ে থাকবে রংপুর।
সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস):- ব্যাটে বলে দারুণ ফর্মে আছেন সাকিব। ১৩ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারিদের মধ্যে ২ নম্বরে আছেন তিনি। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতেও পেয়েছেন দুটি অর্ধশতক। তাই কোয়ালিফায়ারের এই বড় ম্যাচে সাকিবের দিকেই তাকিয়ে থাকবে ঢাকা।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই, অ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল
রংপুর ???াইডার্স স্কোয়াডঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন এনি, ক্রিস গেইল, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শন উইলিয়ামস।