ভারত-নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি সিরিজ শুরু বুধবার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে বুধবার মাঠে নামছে ভারত। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়।
এই সিরিজ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়াই খেলতে নামবে ভারত। সিরিজে নেই নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি। ফলে তাঁর অবর্তমানে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।
কোহলির সাথে অম্বাতি রায়ডু, লোকেশ রাহুলরা না থাকায় ভারতীয় ব্যাটিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। অবশ্য অভিজ্ঞ মহেন্দ্র সিংহ ধোনি রয়েছেন তারুণ্য নির্ভর এই দলে। তাঁর উপস্থিতি কিছুটা চাপ কমাবে ভারতের।

ব্যাটিং অর্ডার সামলাবেন শুভমন গিল ও ঋষভ পান্টের মতো তরুণরা। আর বোলিং বিভাগে বাঁ-হাতি পেসার খলিল আহমেদ, অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ারা নিজেদের প্রমাণের লক্ষ্যে মাঠে নামবেন।
টি-২০ ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের পারফর্মেন্স খুব একটা ভালো নয়। এর আগে একবারই নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। ২০০৯ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে।
সেই সিরিজে দুটি ম্যাচেই হারতে হয়েছিল ভারতের। ফলে, এখনও নিউজিল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জেতা হয়নি ভারতের। সেই অপূর্ণতা ঘুচানোর জন্য বুধবার সিরিজের প্রথম ম্যাচে জয়ের খোঁজে মাঠে নামবে ভারত।
ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পান্ট, শুভমান গিল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া/ যুযবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, সিদ্ধার্থ কউল/খলিল আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): টিম সেফার্ট, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, মিচেল স্যাটনার, ডগ ব্রেসওয়েল, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন।