promotional_ad

দিনের সেরাঃ এভিন লুইস

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


রংপুরের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে জিতে বিপিএলের এবারের আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের জয়ে বড় অবদান রেখেছেন উইন্ডিজ তারকা এভিন লুইস।


তাঁর ব্যাট থেকে এসেছে ম্যাচ জয়ী ৭১ রানের অপরাজিত ইনিংস। এই রানের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ওপেনিংয়ে নেমে তামিমের সাথে জুটিটা বেশিক্ষণ টিকেনি লুইসের।



promotional_ad

তামিম ১৭ রান করে ফিরলে তাদের জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়কে নিয়ে ৯০ রানের জুটি গড়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন লুইস। বিজয় ৩৯ রান করে শফিউলের বলে বোল্ড হয়ে ফিরেছেন।


বিজয় ফিরলে শামসুর রহমানকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এভিন লুইস। তিনি একপ্রান্ত আগলে রেখে খেলেছেন শেষ পর্যন্ত। ফরহাদ রেজাকে মিড উইকেটে ছক্কা মেরে ৪২ বলে হাঁকিয়েছেন অর্ধশতক।


অপরাজিত ছিলেন ৭১ রান করে। তাঁর এই ইনিংসটি ৩টি ছয় ও ৫টি চারে সাজানো ছিল।  বিপিএলের এবারের আসরটা দারুণ যাচ্ছে লুইসের। খুলনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরির দেখা।



খেলেছিলেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ২৬৭ রান। সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে তাঁর অবস্থান ১২ নম্বরে। বিপিএলের ফাইনালেও এই তারকার ব্যাটে চেয়ে থাকবে কুমিল্লা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball