দিনের সেরাঃ এভিন লুইস

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুরের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে জিতে বিপিএলের এবারের আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের জয়ে বড় অবদান রেখেছেন উইন্ডিজ তারকা এভিন লুইস।
তাঁর ব্যাট থেকে এসেছে ম্যাচ জয়ী ৭১ রানের অপরাজিত ইনিংস। এই রানের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ওপেনিংয়ে নেমে তামিমের সাথে জুটিটা বেশিক্ষণ টিকেনি লুইসের।

তামিম ১৭ রান করে ফিরলে তাদের জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়কে নিয়ে ৯০ রানের জুটি গড়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন লুইস। বিজয় ৩৯ রান করে শফিউলের বলে বোল্ড হয়ে ফিরেছেন।
বিজয় ফিরলে শামসুর রহমানকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এভিন লুইস। তিনি একপ্রান্ত আগলে রেখে খেলেছেন শেষ পর্যন্ত। ফরহাদ রেজাকে মিড উইকেটে ছক্কা মেরে ৪২ বলে হাঁকিয়েছেন অর্ধশতক।
অপরাজিত ছিলেন ৭১ রান করে। তাঁর এই ইনিংসটি ৩টি ছয় ও ৫টি চারে সাজানো ছিল। বিপিএলের এবারের আসরটা দারুণ যাচ্ছে লুইসের। খুলনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরির দেখা।
খেলেছিলেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ২৬৭ রান। সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে তাঁর অবস্থান ১২ নম্বরে। বিপিএলের ফাইনালেও এই তারকার ব্যাটে চেয়ে থাকবে কুমিল্লা।