promotional_ad

পুলিশি ঝামেলায় উসমান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


পার্থ স্কোর্চার্স ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার উসমান কাদির পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন। তাঁর বিরুদ্ধে ৫০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় পুলিশ।


ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন সোমবার একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে, উসমান ঘটনা সম্পর্কে সচেতন ছিল এবং পুলিশকে সহযোগিতা করেছিল। তবে এই ঘটনার জন্য হতাশা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যাথিউস।


'এই ঘটনার কারণে আমরা হতাশ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন রাস্তার নিরাপত্তার ব্যাপারে সচেতন এবং আমরা বুঝতে পারি যে দ্রুত গতি আমাদের রাস্তার দুর্ঘটনা ঘটাতে পারে।'



promotional_ad

'আমরা আশা করি আমাদের সমস্ত খেলোয়াড় এবং কর্মীরা দায়িত্বশীলভাবে গাড়ি চালনা করবে এবং আমাদের খেলোয়াড়দের আচরণ সমাজের উপর প্রভাব ফেলবে, মডেলের মতো হয়ে দাঁড়াবে।'


ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ৪০ কিলোমিটার গতিবেগের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। এই সীমা লঙ্ঘন করলে ১২০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়। তাঁর সঙ্গে দেয়া হয় ৭টি ডিমেরিট পয়েন্ট।


কেউ যদি ১২টি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে ১২ মাসের জন্য তাদের লাইসেন্স বাতিল করা হয়। ফলে, এই শাস্তির আওতায় পড়তে হচ্ছে স্কোর্চার্সের পেসার উসমান কাদিরকেও।


সাবেক পাকিস্তানি লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে উসমান ২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য আশা প্রকাশ করেছেন। চলতি মৌসুমে স্কোর্চার্সের হয়ে ৮.৪৫ ইকোনোমিতে নিয়েছেন ৬টি উইকেট।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball