নিষিদ্ধ জেসন হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্লো ওভার রেটের কারণে ১ ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অ্যান্টিগাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজ ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড দলকে। এর আগে বার্বাডোজে সিরিজের প্রথম ম্যাচে ৩৮১ রানের ব্যবধানে জিতে উইন্ডিজ।

ফলে, ৩ ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে উইন্ডিজ। আগামী ৯ ফেব্রুয়ারি সিরিজের শেষ টেস্টে সেন্ট লুসিয়ার ইংল্যান্ডের মুখোমুখি হবে উইন্ডিজ ক্রিকেট দল।
সেই ম্যাচে অধিনায়ক হোল্ডারকে পাচ্ছে না স্বাগতিকরা। চলতি সিরিজে ব্যাটে বলে দারুণ ফর্মে আছেন হোল্ডার। সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক ডাবল সেঞ্চুরিতে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।
দ্বিতীয় ম্যাচে ব্যাট না হাসলেও বল হাতে চমক দেখিয়েছেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে ইংলিশদের ইনিংস ধসিয়ে দিয়েছেন তিনি।
এদিকে, স্লো ওভার রেটের কারণে এবারই প্রথম শাস্তির মুখোমুখি হননি হোল্ডার। এর আগে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কিংস্টন টেস্টে স্লো-ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছিলেন হোল্ডার।
এরপর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন হোল্ডার।