promotional_ad

প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর-কুমিল্লা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়। 


গ্রুপ পর্বের দুই দেখাতেই রংপুরের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল কুমিল্লা। প্রথম দেখায় ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর, দ্বিতীয় দেখাতেও ৯ উইকেটের ব্যবধানে হারে কুমিল্লা।


ফলে, মানসিক ভাবে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে রংপুর। দুই দলের লড়াইয়ে যে জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হারলেই বাদ পড়বে না। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে।


রংপুর রাইডার্স ১২ ম্যাচ খেলে ৮ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, কুমিল্লাও ১২ ম্যাচে সমান ৮ জয়ে কোয়ালিফায়ার খেলছে। রংপুর রাইডার্স কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই তারকা এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেইলসকে পাচ্ছে না।



promotional_ad

ভিলিয়ার্স দেশে ফিরে গেছেন। আর হেইলস ইনজুরির কারণে ছিটকে গেছেন। ফলে, এই দুজনের শূন্যতা পূরণ করাই বড় চ্যালেঞ্জ রংপুরের। কুমিল্লার ক্যাম্পে অবশ্য কোনো ইনজুরির সমস্যা নেই।


তবে, তাদের ব্যাটসম্যানদের অধারাবাহিকতা বড় সমস্যায় ফেলতে পারে দলটিকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাত্র ৭২ রানে গুটিয়ে গিয়েছিল রংপুরের বিপক্ষে। তাই, কুমিল্লার ব্যাটসম্যানদের লক্ষ্য থাকবে রানে ফেরা।


নজর থাকবে যাদের ওপরঃ-


মাশরাফি বিন মর্তুজাঃ- নিজের সাবেক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সামনে পেলে ঝলসে ওঠেন মাশরাফি। এই ম্যাচেও এমন কিছুই করতে পারেন রংপুর অধিনায়ক। কুমিল্লার বিপক্ষে শেষ ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।


মোহাম্মদ সাইফুদ্দিনঃ- শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে আলো ছড়াতে না পারলেও ঢাকার বিপক্ষে এর আগের ম্যাচেই চার উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। প্রথম কোয়ালিফায়ারেও তাঁর দিকে তাকিয়ে থাকবে কুমিল্লা।



রংপুর রাইডার্স স্কোয়াডঃ


মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন এনি, ক্রিস গেইল, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শন উইলিয়ামস।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ


তামিম ইকবাল, ইমরুল কায়েস (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball