কুমিল্লাকে উড়িয়ে টেবিলের শীর্ষে রংপুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে আজ দিনের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। আর এরই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে তারা।
এদিন ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে রংপুর। টসে জিতে শুরুতে ব্যাটিং করতে নামা কুমিল্লাকে মাত্র ৭২ রানে অলআউট করে দিয়েছিলো তারা।
পরবর্তীতে ব্যাটিং করতে নেমে ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে মাত্র ৯.৩ ওভারে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। গেইল ৩০ বলে ৩৫ এবং এবিডি ২২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেছেন অভিষিক্ত স্পিনার সঞ্জিত সাহা।
এর আগে এই ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের তোপের মুখে পড়তে হয়েছিলো তামিম, ইমরুলদের কুমিল্লাকে। এদিন দুর্দান্ত বোলিং কারিশমার নজীর রেখেছে রাইডার্সরা।
বল হাতে ভিক্টোরিয়ান্সদের হন্তারক রুপে আবির্ভূত হয়েছিলেন মাশরাফি, বোপারা এবং নাহিদুল। ফলে ১৬.২ ওভারে অলআউট হতে হয়েছে কুমিল্লাকে। ৩ ওভার বোলিং করে মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে সবথেকে সফল ছিলেন ইংলিশ রিক্রুট রবি বোপারা।

অপরদিকে অধিনায়ক মাশরাফি এবং স্পিনার নাহিদুল দুটি করে উইকেট শিকার করেছেন। মাশরাফি ৪ ওভার বোলিং করে ১৮ এবং নাহিদুল ২ ওভারে ৯ রান খরচ করেছেন। আর একটি করে উইকেট পেয়েছেন শহিদুল ইসলাম এবং অভিষিক্ত মিনহাজুল আবেদিন আফ্রিদি।
রংপুরের বোলারদের তোপে ভিক্টোরিয়ান্স ব্যাটসম্যানদের কেউই বলার মতো রান করতে পারেননি। সর্বোচ্চ ২১ রান করতে পেরেছেন শুধু জিয়াউর রহমান। এছাড়া লিয়াম ডওসন ১৮ এবং শামসুর রহমান ১২ রান করতে সক্ষম হন।
প্রথম ইনিংসের বিবরণঃ
আজ শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই নাহিদুলের বলে সামনে এগিয়ে এসে মারতে গিয়ে ডি ভিলিয়ার্সের হাতে ধরা পড়েছিলেন কুমিল্লার ওপেনার তামিম ইকবাল। তাঁর ফেরার পর পরই রীতিমত যাওয়া আসার মিছিল শুরু হয় কুমিল্লা শিবিরে।
স্কোর বোর্ডে ২৩ রান যোগ করতেই ৫টি উইকেট হারিয়ে বসতে হয় তাদের। এরপর ডওসন এবং জিয়াউরের ৩৩ রানের জুটিতে কিছুটা তল খুঁজে পাচ্ছিলো কুমিল্লা। কিন্তু ৫৬ রানের মাথায় রাইলি রুশোর হাতে জিয়াউরকে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ইংলিশ অলরাউন্ডার বোপারা।
পরবর্তীতে আবারও তাসের ঘরে পরিণত হয় কুমিল্লার ব্যাটিং লাইন আপ। মাত্র ৮ রানের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে বসে তারা। নবম ব্যাটসম্যান হিসেবে ১৮ রান করে আউট হন ইংলিশ ব্যাটসম্যান ডওসন। এরপর আর বেশিদূর এগোতে পারেনি তামিম, ইমরুলদের দল। অলআউট হয়েছে ৭২ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে মিনহাজুল আবেদিন আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন সঞ্জিত সাহা (২)।
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ৭২/১০ (১৬.২ ওভার) (জিয়াউর- ২১, ডওসন- ১৮; বোপারা- ৩/৭, নাহিদুল-২/৯)
রংপুর রাইডার্সঃ ৭৬/১ (৯.৩ ওভার) (গেইল-৩৫*, ডি ভিলিয়ার্স- ৩৪*; সঞ্জিত-১/৩২)
টসঃ কুমিল্লা (ব্যাটিং)