promotional_ad

মিলার ভূতকে কবর দিয়েছেন সাইফউদ্দিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে ঢাকা ডাইনামাইটসের হাই ভোল্টেজ ম্যাচে শেষ ওভারে এসে দলকে জিতিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডেথ ওভারে অতীতের দুঃস্বপ্ন থেকে শিক্ষা নিয়ে সফল হয়েছেন তিনি। 


হাই ভোল্টেজ ম্যাচে ম্যাচে আন্দ্রে রাসেলের সামনে এসে ১৩ রান ডিফেন্ড করেছেন সাইফ। চাপের মুখে অতীত অভিজ্ঞতা সাইফউদ্দিনের জন্য প্রেরণা হিসেবে কাজ করেছে। ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরে সাইফউদ্দিনের বলে এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন ডেভিড মিলার।



promotional_ad

সেখান থেকে মিলার ভূত যেন পিছু ছাড়ছে না এই তরুণ অলরাউন্ডারের। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ জেতানো স্পেল করেও সংবাদ সম্মেলনে এসে মিলার ভূত নিয়ে প্রশ্ন শুনতে হল কুমিল্লার জয়ের নায়ক সাইফউদ্দিনকে।


'আমি প্রেস কনফারেন্সে আসলেই আপনারা সবাই মিলারের কথা বলেন। স্বাভাবিক, ক্রিকেটে যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। আমি নিজেকে প্রমাণ করতে পারছি আজকের ম্যাচে। আমি পারি সেটা আজ করে দেখিয়েছি। সামনে এমন সুযোগ পেলে আজকের মতন দলকে জেতানোর।'


জয়টি ঢাকার বিপক্ষে বলেই বেশি সন্তুষ্ট সাইফউদ্দিন। তাঁর ভাষায়, 'আমরা সবাই জানি বিপিএলের টপ টিম ঢাকা। এই টিমের সাথে জিততে পারা অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুইটা হিটার ছিল উইকেটে।



এর আগেও আমি ওর বিপক্ষে বল করেছিলাম, ছয় খেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল আমি পারব। আর তামিম ভাইকে ধন্যবাদ, তিনি প্রতিটি বলে সাহস দিচ্ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball