promotional_ad

মাশরাফি থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না। মাশরাফি বিন মুর্তজাকে রেখেই কেন্দ্রীয় চুক্তি হতে যাচ্ছে। রুকি ক্যাটাগরিতে নতুন মুখ হিসেবে দুই-তিনের নাম রাখা হতে পারে, এদের মধ্যে নাঈম হাসান, আবু জায়েদ রাহির নাম উল্লেখযোগ্য। এছাড়া ২০১৮ সালের কেন্দ্রীয় চুক্তিতে তেমন কোনো রদবদল হচ্ছে না।


জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান কোচ স্টিভ রোডসের সাথে আলাপ করে ২০১৮ সালের পারফর্মেন্স বিবেচনা করে
কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে ক্রিকেটারদের। তিনি বলেন, 


‘নির্বাচক কমিটি প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে আলোচনা করেই ২০১৮ সালের ক্রিকেটাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। যদিও ২০১৮ সালের শুরুতে কোচ জাতীয় দলের দায়িত্বে ছিলেন না। 



promotional_ad

'আগের বছরের মতোই (২০১৮) এবারো ‘এ’ প্লাসসহ বিভিন্ন গ্রেডে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে স্থান দেয়ার জন্য ১০-১২ জনের নাম পাঠানো হয়েছে বিসিবির ক্রিকেট অপারেন্স কমিটির কাছে। এবারের চুক্তিতে বড় কোনো পরিবর্তন নেই। রুকি ক্যাটাগরিতে দুই থেকে তিনজন ক্রিকেটার যুক্ত হতে যাচ্ছেন।' 


ফেব্রুয়ারি মাসের বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সামনে তুলে ধরা হবে। নান্নুর ভাষায়,


'ফেব্রুয়ারির মধ্যভাগে বোর্ড মিটিং হওয়ার কথা। ওই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের পাশে স্বাক্ষর করলে ২০১৯ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে।’


২০১৮ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুমিনুল হল।



সূত্রঃ বনিকবার্তা



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball