promotional_ad

বিদেশ ভাগ্য বদলাতে ডি ভিলিয়ার্সের কাছে মমিনুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক বিদেশের মাটিতে নিজের পারফর্মেন্সে উন্নতি আনার পরামর্শ চেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের কাছে। 


মমিনুল হক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন। ৩৩ ম্যাচ খেলে ৪৫ গড়ে আড়াই হাজার রানের মালিক এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। কিন্তু দেশের বাইরে মমিনুলের রেকর্ড মমিনুলময় নয়।


ঘরের মাঠে ২১ টেস্ট খেলা মমিনুল ৫৬ গড়ে প্রায় দুই হাজার রান করেছেন। দেশের বাইরে খেলা ১২ টেস্টে মমিনুলের গড় মাত্র ২৫। আটটি সেঞ্চুরির সবকয়টি সেঞ্চুরি এসেছে নিজ আঙ্গিনায়। ঘরের বাইরে এখনও টেস্ট সেঞ্চুরির দেখা পান নি তিনি। 



promotional_ad

বিদেশের মাটিতে ব্যাটিং সাফল্যের খোঁজে থাকা মমিনুল রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় ডি ভিলিয়ার্সের সাথে ব্যাটিং নিয়ে আলাপ করেছেন।
এই প্রসঙ্গে মুমিনুল হক বললেন, 


আমি মাশরাফি ভাইকে বলছিলাম, 'আমার সাথে একটু কথা বলায়ে দিয়েন ডি ভিলিয়ার্সের সাথে। আমি জিজ্ঞাসা করছি মাইন্ডসেট কেমন থাকে বিদেশে খেলতে গেলে। বলেছে, সব জায়গায় একই রকম খেলা। 


'কোনো জায়গায় ভিন্ন না, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সব জায়গায় একই মাইন্ডসেট। তুমি যেমন মাইন্ডসেট নিয়ে যাবা ওই রকম হবে। তুমি যদি কঠিন করো তাহলে কঠিন হবে, তুমি যদি সহজভাবে থাকো তাহলে তাই হবে। বেসিকের মধ্যে থাকলে সব ঠিক থাকবে।’


মুমিনুল বলেন, ‘ও আরও বলেছে, আমি তোমাকে জটিল করে দিতে চাই না। নিজের মতো খেলবে। আর ভালোভাবে বলটা দেখবে।’



শুধু এবি ডি ভিলিয়ার্স নয়, রাজশাহী কিংসের কোচ আরেক দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার, লান্স ক্লুজনারের সাথেও আলাদা ভাবে নিজের ব্যাটিং কাজ করেছেন মমিনুল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball