ডি কক ঝড়ে সিরিজ জিতলো প্রোটিয়ারা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে সফরকারী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। একই সাথে দারুণ এই জয়ে সিরিজটি নিজেদের করে নিয়েছে তারা। আজ কেপটাউনে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৪১ রানের লক্ষ্য ৬০ বল হাতে রেখেই সাত উইকেটে টপকে যায় প্রোটিয়ারা।
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার কুইন্টন ডি কক। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৩টি ছয় এবং ১১টি চারের সাহায্যে মাত্র ৫৮ বলে ৮৩ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি পাকিস্তানের কোনও বোলারই।
তবে উসমান খান শিনওয়ারির ২১তম ওভারে আউট না হলে ক্যারিয়ারের ১৪তম শতকটি নিয়েই ফিরতে পারতেন তিনি। ডি কক ছাড়াও ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং ডানহাতি ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন। দুই ব্যাটসম্যানই ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
ডু প্লেসিস তুলে নিয়েছেন তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক এবং অপরাজিত ছিলেন ৫০ রানে। অপরদিকে তাঁর সঙ্গী ডাসেনও তুলে নিয়েছেন অর্ধশতক। তিনিও অপরাজিত ছিলেন ৫০ রান নিয়ে। তিন নম্বরে খেলতে নেমে আরেক ডান হাতি রিজা হেন্ডরিক্সও খেলেছিলেন ৩৪ রানের কার্যকরী একটি ইনিংস।

পাকিস্তানের পক্ষে তেমন উল্লেখযোগ্য বোলিং কেউই করতে পারেননি। শিনওয়ারি ছাড়াও ১টি করে উইকেট শিকার করতে পেরেছেন শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আমির। আর শাদাব খান, মোহাম্মদ হাফিজ এবং ইমাদ ওয়াসিম উইকেটের দেখা পাননি।
এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস। কিন্তু ব্যাটিংয়ে নেমেই মাত্র ৮ রানের মাথায় ইমাম উল হককে সাজঘরে পাঠিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন পেস তারকা ডেল স্টেইন। এরপর অবশ্য দ্বিতীয় উইকেটে বাবর আজম এবং ফখর জামানের ৫৬ রানের জুটিতে তল খুঁজে পায় সফরকারীরা।
কিন্তু দলীয় ৬৪ রানের সময় পাকিস্তান শিবিরে আঘাত হানেন ডান হাতি পেসার ডুয়াইন প্রিটোরিয়াস। ২৪ রান করে বাবর সাজঘরে ফিরলে মোহাম্মদ হাফিজের সাথে তৃতীয় উইকেটে ৪৪ রানের আরেকটি জুটি গড়েন ফখর। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাঁর প্রচেষ্টা খুব বেশি সফল হয়নি। ৭০ রান করে ফেহলুকায়োর শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে।
সেসময় পাকিস্তানের দলীয় রান ছিলো মাত্র ১২৮। ফখর ফেরার পর তেমন বড় জুটির দেখা পায়নি পাকিস্তান। প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪০ রানের পুঁজি নিয়ে থামতে হয়েছে তাদের। ইনিংসের শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন ইমাদ ওয়াসিম। ৩১ রানের আরেকটি ইনিংস এসেছে অলরাউন্ডার শোয়েব মালিকের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ২টি করে উইকেট শিকার করেছেন আন্দাইল ফেহলুকায়ো এবং ডুয়াইন প্রিটোরিয়াস। আর একটি করে উইকেট নিতে পেরেছেন ডেল স্টেইন, কাগিসো রাবাদা এবং উইয়ান মুল্ডার।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ২৪০/৮ (৫০ ওভার) (ফখর- ৭০, ইমাদ- ৪৭; ফেহলুকায়ো- ২/৪২, প্রিটোরিয়াস-২/৪৬)
দক্ষিণ আফ্রিকাঃ ২৪১/৩ (৪০ ওভার) (ডি কক- ৮৩, ডু প্লেসিস- ৫০; আফ্রিদি- ১/৩৪, আমির- ১/৪০)
টসঃ দক্ষিণ আফ্রিকা (ফিল্ডিং)