সাব্বির-পুরানের ব্যাটে সিলেটের বড় সংগ্রহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৮৯/৫ (২০ ওভার)
(পুরান ৭৬*, সাব্বির ৪৫)
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় পুঁজি পেয়েছে সিলেট সিক্সার্স। জয়ের জন্য রাজশাহী কিংসের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯০ রানের।

এই ম্যাচে সিলেটের হয়ে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের বড় সংগ্রহে অবদান রেখেছেন নিকোলাস পুরান। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। তারা শুরুতেই লিটন দাসের উইকেট হারায়।
লিটন ৬ বলে ১০ রান করে আরাফাত সানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। এরপর সিলেটের হাল ধরেন আফিফ ও জেসন রয়। দ্বিতীয় উইকেটে আফিফ-রয়ের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
রয় ১৩ রান করে মুস্তাফিজের বলে ক্যাচ দিয়েছেন চার্লসের হাতে। আর আফিফ দারুণ শুরুর পর ২৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
সাব্বির ৫ রানের আক্ষেপে পুড়েছেন। তিনি ৪৫ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে ডাসকাটের তালুবন্দি হয়েছে। সাব্বির ফিরে যাওয়ার পরের বলেই মোহাম্মদ নাওয়াজ বোল্ড হয়েছেন কামরুলের বলে।
এরপর পুরান ও কাপালি দলকে বড় পুঁজি এনে দিয়ে মাঠ ছেড়েছেন। পুরান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৬ রান করে। আর কাপালির ব্যাট থেকে এসেছে অপরাজিত ১০ রানের ইনিংস।
রাজশাহী কিংস (একাদশ): জনসন চার্লস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, লরি ইভান্স, রায়ান টেন ডাসকাট, ক্রিশ্চিয়ান জোনকার, শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ, মেহদী হাসান (অধিনায়ক), আরাফাত সানি, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান।
সিলেট সিক্সার্স (একাদশ): লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান, নিকোলাস পুরান, মোহাম্মদ নওয়াজ, নাবিল সামাদ, আলক কাপালি (অধিনায়ক), সোহেল তানভীর, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।