সাকিবকে টপকে শীর্ষে হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। ব্রিজটাউন টেস্টে অন্যবদ্য পারফরম্যান্সের সুবাদে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তোলপাড় ফেলে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হোল্ডারের ডাবল সেঞ্চুরির সুবাদে ৩৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক উইন্ডিজ।

২০২ রানের অপরাজিত এই ইনিংস ছাড়াও বল হাতেও নিয়েছেন ২টি উইকেট। ফলে দুই ধাপ টপকে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নেন জেসন হোল্ডার। শীর্ষে ওঠার পথে তিনি পেছনে ফেলেছেন রবীন্দ্র জাদেজা ও সাকিব আল হাসানকে।
সিরিজ শুরুর আগে তাঁর অবস্থান ছিল তিন নম্বরে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া হোল্ডার এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি সুখবর পেয়েছেন। র্যাঙ্কিংয়ে অবস্থান তাঁর আনন্দকে দ্বিগুণ করবে।
কয়েকদিন আগেই বোলিং অলরাউন্ডার হিসেবে আইসিসির সেরা একাদশেও জায়গা করে নেন তিনি। সদ্য ইনজুরি থেকে ফেরা এই অলরাউন্ডারকে এই খবরগুলো বেশ স্বস্তি দিবে তা বলাই বাহুল্য।
এদিকে শীর্ষে আসার ফলে হোল্ডারের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৪৪০। দ্বিতীয়স্থানে থাকা সাকিবে রেটিং পয়েন্ট ৪১৫। আর ৩৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।