ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগার যুবারা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ যুব দলের সিরিজ শুরু হচ্ছে রবিবার। সিরিজের শুরুতে দুই দল একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ ও ইংল্যান্ড যুব দল এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে। এর আগে, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে ইংল্যান্ড যুব দল।
সেদিনই কক্সবাজারে পৌঁছায় ইংলিশ যুবারা। রবিবার থেকে শুরু হওয়া এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে তাঁরা তিনটি ওয়ানডে, দুটি চারদিনের টেস্ট ম্যাচ এবং একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।
এরই মধ্যে আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই যুব দলের নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয় ও পেসার শরিফুল ইসলাম।

মূলত এই দুই তারকা বিপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেটা বিবেচনা করেই যুব দলের স্কোয়াডে রাখা হয়নি তাদের। হৃদয়ের বিকল্প হিসেবে এই সিরিজে বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আকবর আলী।
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যুব বিশ্বকাপ ও এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছিলেন। সেই পারফর্মেন্সের সুবাদে দলটির নেতৃত্বভার দেয়া হয়েছে তাঁর কাঁধে। আকবরের ডেপুটি হিসেবে আছেন অলরাউন্ডার শামীম হোসেন।
এদিকে, একমাত্র টি-টিয়েন্টি শেষে কক্সবাজারেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি। এরপরে দুই দল চট্টগ্রামে যাবে।
সেখানে খেলবে দুটি চারদিনের টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচটি অনুস্থিত হবে ৭-১০ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ম্যাচটি ১৫-১৮ ফেব্রুয়ারি। এরপরে ১৯ ফেব্রুয়ারি নিজ দেশে ফেরার কথা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের।
বাংলাদেশ যুব দল:
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শামীম হোসেন (সহ-অধিনায়ক), শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব।
স্ট্যান্ড বাই: সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান মোহনা, মুজাক্কির হুসেন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।