promotional_ad

ঘরোয়া ক্রিকেটে অবহেলিত লেগ স্পিনাররা

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বর্তমান বিশ্বে ক্রিকেট খেলুড়ে সব দেশেই প্রাধান্য পাচ্ছে লেগ স্পিনাররা। সেখানে বাংলাদেশ দলে নেই কোন লেগ স্পিনার। জাতীয় দল তো অনেক দূরে, ঘরোয়া ক্রিকেটেও অবহেলিত দেশের উদীয়মান লেগ স্পিনাররা। এমনকি এই এবারের বিপিএলে খেলার সুযোগ হয়নি অলোক কাপালি ছাড়া দেশের কোন লেগ স্পিনারের।


সুযোগের অভাবেই নিজেদের প্রমাণ করতে পারছে না দেশের লেগ স্পিনাররা। প্রয়োজন মতো ম্যাচ খেলার সুযোগ হয় না, এমনকি সঠিকভাবে পরিচর্যাও করা হয় না তাদের। কিন্তু দেশের ক্রিকেটে ভালো লেগ স্পিনার তৈরি করতে হলে ঘরোয়া ক্রিকেটে তাদেরকে সুযোগ দিতে হবে।


রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে এসে সিলেট সিক্সার্সের অধিনায়ক এবং দলের অন্যতম লেগ স্পিনার অলোক কাপালি বলেন, 



promotional_ad

'আমি মনে করি আমাদের যে ঘরোয়া ক্রিকেট খেলা হয় ওই জায়গায় কিন্তু লেগ স্পিনারদের সুযোগ দেয়া হয় না। আমাদের অনেক লেগস্পিনার আছে, ওদেরকে যত সুযোগ দেয়া হবে তত বেশি ওরা ভাল করবে। একটা লেগ স্পিনার যদি চেষ্টা করলে কিন্তু খেলার দিক নির্ধারক হয়ে যেতে পারে।


'যেটা আমরা বর্তমানে প্রতি দলেই দেখতেছি দুই-একজন লেগস্পিনার আছ???। আমাদের যত লেগস্পিনার আছে বাংলাদেশে যারা উচ্চ পর্যায়ে খেলতেছে তাদেরকে বেশি করে সুযোগ দেয়া উচিত ঘরোয়া ক্রিকেটে।'


টানা তিন ম্যাচ পরাজয়ের পর কিংসদের বিপক্ষে ৭৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিক্সার্স দল। বল হাতে দুই উইকেট নিয়ে এ জয়ে বড় অবদান রেখেছিলেন লেগ স্পিনার অলোক কাপালি।


শুধু এই ম্যাচ নয়, প্রতি ম্যাচেই তাঁর লেগ স্পিন জাদুতে প্রতিপক্ষকে ঘায়েল করছেন কাপালি। এবারের বিপিএলে নয় ম্যাচে দশ উইকেট শিকার করেছেন তিনি।



বিপিএলে একমাত্র লেগ স্পিনার হিসেবে কাপালির পারফর্মই বলে দিচ্ছে দেশের ক্রিকেটের সব পর্যায়ে লেগ স্পিনারের গুরুত্ব কতটুকু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball