promotional_ad

ভাগ্য কথা বলেছে সিলেটের হয়েঃ কাপালি

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের বিপিএলে ভাগ্য যেন বার বারই মুখ সরিয়ে নিচ্ছিল সিলেট সিক্সার্স থেকে। কাছে গিয়েও অনেক ম্যাচ হারতে হয়েছি দেশি-বেদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিকে। অবশেষে চট্টগ্রামে এসে টানা তিন হারের পর জয় ধরা দিয়েছে সিলেটের হাতে।


তবে ভাগ্যের সাথে ছিল দলে থাকা ক্রিকেটারদের শতভাগের চেয়েও বেশি চেষ্টাও। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভিরের অলরাউন্ডিং পারফর্মেন্স অনেক বড় অবদান রেখেছে রাজশাহীর বিপক্ষে ৭৬ রানের এই জয়ে।



promotional_ad

শুধু তাই নয়, দলের সকলেই আজ জয়ের জন্য নিজেদের সেরার চেয়ে বেশি দিয়েছে। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে সিলেটের নতুন অধিনায়ক অলোক কাপালি বলেন, 


'আসলে আমরা অনেক দিন থেকেই খুব কাছে গিয়ে ম্যাচগুলো হারতেছিলাম। ভাগ্য আমাদের সহায় ছিল না এতদিন। আজকে দুইশত ভাগ দেয়ার চেষ্টা করেছে। আজকে সবই ভালো হয়েছে আমাদের। বিশেষ করে সোহেল তানভির ভাই ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করেছেন। মূলত দলগত চেষ্টায় আজ জিততে পেরেছি।'


ব্যাট হাতে ১০ বলে ২৩ রানের ছোট ক্যামিও ইনিংস খেলার পর বল হাতে ১৭ রানে তিন উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন তানভির। ব্যাট হাতে ৪২ রানের ঝড় ইনিংস খেলেছেন ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়, আফিফও ২৮ রানের ইনিংস খেলে রেখেছেন অবদান।



তিন উইকেট নিয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ। তাসকিন আহমেদ এবং অধিনায়ক কাপালি নিয়েছেন দুইটি করে উইকেট। সব দিকেই ভালো পারফর্ম করেছে সিলেট সিক্সার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball