promotional_ad

চট্টগ্রামে ভাগ্য বদলের খোঁজে সিলেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ষষ্ঠ আসরের চিটাগং পর্বের খেলা। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা রাজশাহী কিংস এবং টেবিলে সবার নিচে থাকা সিলেট সিক্সার্স। এবারের আসরে এই প্রথমবারের মতো লড়াইয়ে নামছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।


বুধবার ঢাকা পর্বের শেষ দিন দুই দলই মাঠে নেমেছিল। রাজশাহী কিংস মোকাবেলা করেছিল চিটাগং ভাইকিংসের বিপক্ষে এবং খুলনার টাইটান্সের বিপক্ষে লড়েছিল সিলেট সিক্সার্স। দুই দলই শেষ ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল।


যদিও টানা দুই ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সে পরাজিত করে শেষ ম্যাচটি চিটাগংয়ের কাছে ছয় উইকেটে পরাজিত হয় রাজশাহী। কিন্তু জয়ের দেখা যেন মিলছেই না সিলেটের।


শেষ ম্যাচে খুলনার বিপক্ষে ২১ রানে পরাজয়ের আগে রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও খেলেছিল দলটি। জাতীয় দলের বেশ কিছু নামকরা ক্রিকেটারদের নিয়ে সাজানো সিলেট দলটি এবারের বিপিএলে নিজেদের ভাগ্য বদলাতে পারছে। তীরে এসে তরী ডুবে যাচ্ছে তাদের প্রায় প্রতিটি ম্যাচে।


চিটাগং পর্বে নিজেদের ভাগ্য বদলানোর উদ্দেশ্যেই মাঠে নামবে সিক্সার্স, যা অনুমেয়। আট ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট টেবিলে তলানিতে থাকলেও শেষ চারে উঠার আশা এখনও হারাচ্ছে না সিলেট সিক্সার্স।


বাকি ম্যাচগুলো জিততে পারলে প্লে অফে খেলার সম্ভাবনা রয়েছে তাদের, সিলেটের অধিনায়ক সোহেল তানভিরও ঢাকায় বলে গিয়েছিলেন এমনটা। তাই কিংসদের হারাতে সবটুকু দিয়েই মাঠের লড়াইয়ে মাতবে শক্তিশালী ব্যাটিং লাইন আপে গড়া সিক্সার্স।


আবার সিলেটের বিপক্ষে জয় রাজশাহীকে পৌঁছে দিবে পয়েন্ট টেবিলের সেরা চারে। আট ম্যাচ খেলে চার জয় রয়েছে তাদের। উপরে উঠার লড়াইয়ে সিলেটকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ থাকবে মেহেদি হাসান মিরাজের রাজশাহী।



promotional_ad

শক্তিশালী বোলিং বিভাগ এবং তারুণ্য নির্ভর দলটি সিলেটকে পরাজিত করে চিটাগং পর্বের শ??ভ সূচনা করতে মরিয়া থাকবে। গত ম্যাচে সিলেটের হয়ে মাঠে নামেননি লেগ স্পিনার সন্দীপ লামিচানে।


আরব আমিরাতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে বিপিএল ছেড়েছেন নেপালি এই তারকা লেগ স্পিনার। তাঁর বদলি হিসেবে দলে জায়গা পেয়ে ব্যাট হাতে শেষ ম্যাচে দারুণ একটি অর্ধশতক হাঁকিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। তাই বলা যায় তেমন গত ম্যাচের দল নিয়েই চিটাগংয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে দলটির।


এদিকে ওপেনিং দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা কাটছে না রাজশাহী কিংসের। দুই ম্যাচ দলের বাইরে থেকে আবার দলে ফিরেও ব্যর্থ হয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে উড়িয়ে আনা ব্যাটসম্যান জনসন চার্লসকে দলে ভেড়াতে পারে তারা।


সেক্ষেত্রে লরি ইভান্সের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে চার্লসকে। ফলে দলের বাইরে থাকতে হতে পারে আফগান লেগ স্পিনার কাইস আহমেদ অথবা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্রিশ্চিয়ান জঙ্কারকে।


চোখ থাকবে যাদের উপরঃ


সাব্বির রহমান (সিলেট সিক্সার্স):


রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলের স্কোয়াডে ডাক পান তিনি। যদিও শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে মাত্র এসেছিল ১৩ রান। কিন্তু বড় সংগ্রহ গড়তে কিংবা তাড়া করতে সাব্বিরের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে সিলেট।


মুস্তাফিজুর রহমান (রাজশাহী কিংস):



এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন রাজশাহীর অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। উইকেটের দেখা না পেলেও বল হাতে দারুণ কিপটে বোলিং করে দলের জয়ে অনেক বড় অবদান রাখছেন তিনি। ডেথ ওভারে দারুণ বোলিং করে রাজশাহীকে কয়েকটি ম্যাচ জিতিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তাই চিটাগংয়েও মুস্তাফিজের বোলিং পারফর্মেন্সের দিকে নজর থাকবে রাজশাহীর।


রাজশাহী কিংস স্কোয়াডঃ


শাহরিয়ার নাফীস, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, জনসন চার্লস।


সিলেট সিক্সার্স স্কোয়াডঃ


সোহেল তানভীর (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলি অনিক, মেহেদি হাসান রানা, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ, জেসন রয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball