পরাজিত হলেও তৃপ্ত নাওয়াজ
ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৫৪ রান করে সিলেট সিক্সার্সকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামা পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। শেষ পর্যন্ত ২১ রানের ব্যবধানে দল পরাজিত হলেও সুযোগ কাজে লাগাতে পেরে তৃপ্ত তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নাওয়াজ জানিয়েছেন দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় মুখিয়ে ছিলেন তিনি। এর জন্য মাঠে এবং মাঠের বাইরে অক্লান্ত পরিশ্রমও করেছেন তিনি। পাকিস্তানি এই অলরাউন্ডার বলেছেন,

'যে সুযোগ এসেছে এটা কাজে লাগিয়েছি। আমি এর জন্য ম্যাচে এবং জিমে অনেক পরিশ্রম করেছি। আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। যখন সুযোগ পাবো তখন নিজেকে প্রমাণ করার জন্য অপেক্ষায় ছিলাম।'
ক্রিকেটে নাওয়াজের পরিচয় একজন অলরাউন্ডার হিসেবেই। তাই মাঠে নামলেই তাঁর লক্ষ্য থাকে সব দিক থেকেই নিজের সেরাটা দেয়ার। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো পারফর্ম করার ব্রত নিয়ে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি,
'সাধারণত আমি একজন অলরাউন্ডার। আমি যখন মাঠে যাই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। ব্যাটিং, বোলিং অথবা ফিল্ডিং যাই হোক। একজন পেশাদার হিসেবে আমি তিন বিভাগেই ভালো করার চেষ্টা করি।'
মিরপুরের উইকেটে ব্যাটিং করা যে সহজ নয় সেটিও মানছেন নাওয়াজ। তবে এই ম্যাচে শিশিরের কারণে বল ব্যাটে আসছিলো ভালো বিধায় সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছেন তিনি। পাশাপাশি আজকের উইকেটও ছিলো ব্যাটিং সহায়ক। নাওয়াজের ভাষায়,
'এখানে ব্যাটিং করা সহজ না। আমি মনে করি, শিশিরের কারণে বল ব্যাটে আসছিলো ভালো। ব্যাট হাতে ভালো করার এটাই মূল কারণ। আজকের পিচটা বেশ ভালো ছিল। এটা আমার প্রথম খেলা। আপনি যদি এই ম্যাচের কথা বলেন, এই পিচটা বেশ ভালো ছিল ব্যাটিং এবং বোলিং করার জন্য।'