তবুও শেষ চারে খেলার আশা সিক্সার্সের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ৮ ম্যাচ খেলে মাত্র ২ জয়ে, ৭ দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট সিক্সার্স। সবশেষ ম্যাচে তারা খুলনার বিপক্ষে হেরেছে ২১ রানের ব্যবধানে। এই ম্যাচে হারলেও শেষ চারে খেলার আশা ছাড়ছে না সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্সের অধিনায়ক সোহেল তানভির ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়েছেন, বাকি ম্যাচগুলো জিতলে তার দলের পয়েন্ট হবে ১২। ফলে, শেষ চারে তাদের খেলার জোড় সম্ভাবনা আছে।

'আমরা এখান থেকে প্রতিটি খেলা জিতলে ১২ পয়েন্ট নিয়ে শেষ করব। আমাদের কোয়ালিফাই (শেষ চারে খেলার) করার সুযোগ আছে।'
সিলেট সিক্সার্সের দলপতি মনে করেন তারা এই ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছেন। তবে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা একসাথে দিতে পারেনি তার দল। তাছাড়া, এই পিচে এই রান তাড়া করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
'আমরা শেষ ১০ ওভারে যেমন বোলিং করেছি এটা রানের লাগাম ধরে রেখেছিল। পিচ ভালো ছিল, এটা ছিল একটি যথেষ্ঠ সংগ্রহ। আমরা ভালো ক্রিকেট খেলেছি কিন্তু সবকিছু একসাথে করতে পারিনি। একটি ম্যাচ জিততে হলে তিন অঞ্চলেই আপনাকে ভালো করতে হবে, যেটা আমরা করতে পারিনি।'