দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা টাইটান্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্সঃ ১৭০/৯ (১৬ ওভার)
(টেইলর ৪৮, সিদ্দিকি ৩৩, ভিসে ৩৮)
সিলেট সিক্সার্সঃ ১৪৯/৭ (২০ ওভার)
(নাওয়াজ ৫০,আফিফ ২৯, পুরান ২৮)
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ সন্ধ্যার ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ২১ রানের দারুণ জয় পেয়েছে খুলনা টাইটান্স। বিপিএলের এবারের আসরে এটি তাদের দ্বিতীয় জয়। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমেছে সিলেট।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ওপেনার লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন শুভাশিস রায়ের বলে বোল্ড হয়ে। সাব্বিরও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।

তিনি ১৩ রান করে তাইজুলের বলে লং অনে ক্যাচ দিয়েছেন ভিসের হাতে। পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে সিলেট সংগ্রহ করে ২ উইকেট হারিয়ে ৩৯ রান। ইনিংস বড় করতে পারেননি অলক কাপালি।
এই অলরাউন্ডার ১১ রান করে তাইজুলের বলে লং অনে ক্যাচ দিয়েছেন ইয়াসির শাহর হাতে। এরপর একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা আফিফও ফিরে গেছেন। ২৯ রান করে তিনি তাইজুলের শিকার হয়েছেন।
পঞ্চম উইকেটে ৮১ রান যোগ করে সিলেটকে জয়ের পথে রাখেন নিকোলাস পুরান ও মোহাম্মদ নাওয়াজ। এই দুজনের জুটি ভেঙছেন ডেভিড ভিসে। পুরান ২৮ রান করে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
নাওয়াজ মাত্র ৩২ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন। অর্ধশতক তুলে নিয়ে জুনায়েদ খানের বলে লং অনে শান্তর দুর্দান্ত ক্যাচে আউট হয়েছেন। অর্ধশতক তুলে নিয়ে জুনায়েদ খানের বলে লং অনে শান্তর দুর্দান্ত ক্যাচে আউট হয়েছেন।
শেষ দিকে সোহেল তানভির ৫ রান করে ইয়াসির শাহর বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে ফিরলে জয়ের আশা নিভে যায় সিলেটের। শেষ পর্যন্ত নাসির হোসেন ০* ও জাকের আলী ২ রান করে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারননি।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন জুনায়েদ সিদ্দিকী ও বেন্ডন টেইলর। পাওয়ার প্লেতে দুজন মিলে তুলেন ৬৭ রান। টেইলর-জুনায়েদের ৭৩ রানের জুটি ভেঙেছেন কাপালি।
দারুণ শুরুর পর জুনায়েদ সিদ্দিকি কট এন্ড বোল্ড হয়ে আউট হয়েছেন এই স্পিনারের বলে ৩৩ রান করে। দ্বিতীয় উইকেটে নেমে বড় ইনিংস খেলতে পারেননি আল আমিন। তিনি মাত্র ২ রান করে মোহাম্মদ নাওয়াজের শিকার হয়েছেন।
শান্ত মাত্র ১৩ রান করে মোহাম্মদ নওয়াজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলে বিপদে পড়ে খুলনা। একপ্রান্ত আগলে রাখা টেইলর ৪৮ রান করে অলক কাপালির বলে উইকেটের পেছনে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
মিডেল অর্ডারে দাঁড়াতে পারেননি মাহমুদুল্লাহও। তিনি মাত্র ৩ রান করে অলক কাপালীর চতুর্থ শিকার হয়েছেন লিটনের স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে। অফ ফর্মে থাকা আরিফুল এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন।
তিনি মাত্র ৩ রান করে বোল্ড হয়েছেন অলক কাপালীর বলে। শেষ দিকে ইয়াসির শাহ (৮), ডেভিড ভিসে (৩৮) ও জুনায়েদ খান (০) দ্রুত ফিরলে সংগ্রহ বড় করতে পারেনি খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা থামে ১৭০ রানে।
খুলনা টাইটানস (একাদশ):
আল আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড ভিসে, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, শুভাশিষ রায়
সিলেট সিক্সার্স (একাদশ):
লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পু্রান, জাকের আলী (উইকেটকিপার), নাসির হোসেন, আলক কাপালি, মোহাম্মদ নাওয়াজ, তাসকিন আহমেদ, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির (অধিনায়ক)।