বল হাতে আলো ছড়ালেন কাপালি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্সঃ ১২৯/৬ (১৬ ওভার)
ভিসে ৯*, ইয়াসির ৭*
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক সোহেল তানভির। ফলে আগে ব্যাটিং করছে খুলনা টাইটান্স।
বল হাতে আলো ছড়ালেন কাপালিঃ
মিডেল অর্ডারে দাঁড়াতে পারেননি মাহমুদুল্লাহও। তিনি মাত্র ৩ রান করে অলক কাপালীর চতুর্থ শিকার হয়েছেন লিটনের স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে। নিজের ৪ ওভারের কোটা শেষে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
ব্যর্থ আরিফুলঃ
আরিফুল মাত্র ৩ রান করে বোল্ড হয়েছেন অলক কাপালীর বলে।

অর্ধশতক বঞ্চিত টেইলরঃ
টেইলর ৪৮ রান করে অলক কাপালির বলে উইকেটের পেছনে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
নওয়াজের শিকার শান্তঃ
শান্ত মাত্র ১৩ রান করে মোহাম্মদ নওয়াজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন।
ব্যর্থ আল আমিনঃ
আল আমিন মাত্র ২ রান করে মোহাম্মদ নওয়াজের শিকার হয়েছেন।
দারুণ শুরুর পর সাজঘরে জুনায়েদঃ
দারুণ শুরুর পর জুনায়েদ সিদ্দিকি কট এন্ড বোল্ড হয়ে আউট হয়েছেন অলক কাপালীর বলে ৩৩ রান করে।
পাওয়ার প্লে'তে জুনায়েদ-টেইলর ঝড়ঃ
পাওয়ার প্লেতে জুনায়েদ টেইলর মিলে তুলেন ৬৭ রান।
দারুণ শুরু খুলনারঃ
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন জুনায়েদ সিদ্দিকী ও বেন্ডন টেইলর।
খুলনা টাইটানস (একাদশ):
আল আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড ভিসে, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, সুভাশিষ রায়
সিলেট সিক্সার্স (একাদশ):
লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পু্রান, জাকের আলী (উইকেটকিপার), নাসির হোসেন, আলক কাপালি, মোহাম্মদ নওয়াজ, তাসকিন আহমেদ, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির (অধিনায়ক)।