promotional_ad

বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে কৃতজ্ঞ মরগান!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ইংল্যান্ড দল। এরপরই টনক নড়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। সেই হোঁচটে এখন ওয়ানডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড। গত বিশ্বকাপের সেই মুহূর্তের কাছে তাই কৃতজ্ঞ ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান।


পূর্বে টেস্ট ফরম্যাটের ক্রিকেটের দিকেই বেশি নজর দিত ইংল্যান্ড। সীমিত ওভারের ক্রিকেটকে তেমন একটা মূল্যায়ন করত না তারা। আর সেই অবহেলা বার বারই কাল হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ড ক্রিকেটের জন্য। যার ফলে এখন পর্যন্ত কোন বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি।



promotional_ad

কিন্তু শেষ বিশ্বকাপের গ্রুপ পর্বে টাইগারদের বিপক্ষে ১৫ রানের পরাজয় বদলে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটকে। পরিবর্তন এসেছে তাঁদের চিন্তা ধারায়, পরিবর্তন এসেছে তাঁদের ফরম্যাট অনুযায়ী খেলার ধরণেও। যে কারণে ২০১৯ বিশ্বকাপের ঠিক পূর্বে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল তারা। ঘরের মাঠে আসন্ন এই বিশ্বকাপের হট ফেভারিট দলও ইংল্যান্ড।


'ঐ বিশ্বকাপে আমাদের মধ্যে অনেক বড় পরিবর্তন এনেছে। আমি, দলের নির্বাচক থেকে শুরু করে কোচের মধ্যেও। ওয়ানডে ক্রিকেটে কোন দিকগুলোতে সবচেয়ে বেশি নজর দেয়া উচিত তখন থেকে আমরা বুঝতে শিখেছি।


'এই ফরম্যাটে আমাদের খেলার ধরণ পরিবর্তন করা প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল দল নির্বাচনের ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন। তাই আমি মনে যদি আমরা সেই আসরে কোয়ার্টার ফাইনালে উঠতাম তাহলে এসব কিছুই ঘটতো না। ঐ সময়টা ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত, আমাকে পেছনে তাকাতেই হবে এবং সেই সময়টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে,' মঙ্গলবার বলেছিলেন ইয়ন মরগান।



আগামী মে মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছেন ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ডের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের এবার যোগ্য দাবিদার ইংলিশরাও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball