promotional_ad

শাস্তি কমতে যাচ্ছে সাব্বিরের

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাব্বির রহমানের শাস্তি কমাতে যাচ্ছে। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলের জন্যও সাব্বিরকে বিবেচনায় রাখা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


গত বছর সেপ্টেম্বরে মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাব্বির রহমান। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনায় রাখার কথা না।



promotional_ad

কিন্তু নিউজিল্যান্ড সিরিজের দলে সাব্বিরকে পেতে শাস্তি কমাতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচক বলেছেন, 'আমরা তাঁকে বিবেচনায় রাখছি। কারণ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, তাঁর নিষেধাজ্ঞা কমিয়ে ডিসেম্বর পর্যন্ত কমিয়ে আনা হয়েছে।'


মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক সাব্বিরের সাম্প্রতিক পারফর্মেন্সে খুশি। রংপুরের বিপক্ষে বিপিএলের ম্যাচে সাব্বিরের ৮৫ রানের ঝলমলে ইনিংসটি পুরনো সাব্বিরকে মনে দিচ্ছে বলে মনে করেন তিনি।


তাঁর ভাষায়, 'এখনও বলার মত কিছু বলব না। তবে শেষ ম্যাচে আমাদের সাথে সেই ইনিংসটা খেলেছে, ওকে যখন জাতীয় দলে নেয়া হয়েছি, ওর যে সামর্থ্য আছে এই টাইপের ক্রিকেট খেলতে পারার... ওর থেকে আসলে হোপ অনেক। আশা করি ও কন্টিনিউ করার।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball