মিরাজের বিপক্ষে টসে জয়ী মুশফিক

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তারুণ্য নির্ভর দল রাজশাহী কিংস এবং অভিজ্ঞ ক্রিকেটের ঠাসা দল চিটাগং ভাইকিংস। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মিরপুরে মাঠের লড়াইয়ে নামবে দুই দল।
ম্যাচটির টস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে ভাইকিংস দলটি। সাত ম্যাচে চার জয় নিয়ে পঞ্চম অবস্থানে আছে কিংসরা।
রাজশাহী কিংস স্কোয়াডঃ
শাহরিয়ার নাফীস, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, জনসন চার্লস।
চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, নিহাদুজ্জামান, রবিউল হক, লুক রঙ্কি, সাদমান ইসলাম, দাশুন শানাকা, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।