promotional_ad

সরফরাজের বর্ণবাদী আচরণের শিকার ফেহলুকেও

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান আন্দিলে ফেহলুকেওকে বর্ণবাদী মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। উইকেটের পিছনে দাঁড়িয়ে ফেহলুকেওর সাথে বাক্য বিনিময়ের সময় স্ট্যাম্প মাইকে তা শোনা গিয়েছিল।


ইনিংসের ৩৭তম ওভারে এই ঘটনা ঘটে। পাকিস্তানের দেয়া ২০৪ রানে ব্যাটিং করছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় ৮০ রানেই পাঁচ উইকেট হারিয়ে খাঁদের কিনারে ছিল স্বাগতিক দলটি।


কিন্তু সেই সময় দলের হাল ধরেন সাত নম্বরে ব্যাটিং করতে নামা প্রোটিয়া ব্যাটসম্যান ফেহলুকেও। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সেই ওভারে ইনসাইড এজ হয়ে ডিপ ফাইন লেগে বল গেলে এক রান নিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


রানটি নেয়ার জন্য নন-স্ট্রাইকের দিকে দৌড় দিচ্ছিলেন ফেহলুকেও, সে সময় সরফরাজ আহমেদ ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে উর্দুতে বলেন, 'এই কালো ছেলে, তোমার মা আজ কোথায় বসে আছে? কি দোয়া করে দিয়েছে?'



promotional_ad

কিন্তু সরফরাজের এই মন্তব্যকে ভালোভাবেই গ্রহণ করেছেন ফেহলুকেও। ম্যাচ শেষ তিনি বলেছিলেন, ' এটা ভালো একটি কথোপকথন ছিল।'


তাঁর ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা এবং সিরিজে ১-১ সমতায় এসেছে দলটি।


এ ম্যাচে ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন বাঁহাতি ব্যাটসম্যান ফেহলুকেও, ৮০ বলে খেলেছেন ৬৯ রানের ইনিংস। তাঁর সাথে দারুণ জুটি গড়ে দলকে জয়ের বন্দরে ভেড়াতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ভ্যান ডার ডুসেন।


ব্যক্তিগত ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি, ষষ্ঠ উইকেট জুটিতে ফেহলুকেওকে নিয়ে ১২৭ রান তুলে দলকে এনে দিয়েছিলেন পাঁচ উইকেটের জয়। অপরাজিত ছিলেন দুইজন ব্যাটসম্যানই।


এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে স্বল্প রানেই বাঁধতে সক্ষম হয়েছিল স্বাগতিকরা। ৪৫.৪ ওভারে ২০৩ রানেই সফরকারীদের গুঁটিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার বোলাররা।



পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেছিলেন দশ নম্বরে নামা হাসান আলি। অধিনায়ক সরফরাজ আহমেদ খেলেছিলেন ৪১ রানের ইনিংস।


দক্ষিণ আফ্রিকার হয়ে ২২ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছিলেন ফেহলুকেও। যে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ছিল। ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচ সেরা হয়েছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball