promotional_ad

লক্ষ্য তাড়ার সেরা ইনিংসে দুই বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টুয়েন্টি ফরম্যাটে ২০১৮ সালের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতানো সেরা দশটি ইনিংসের তালিকা তৈরি করেছে ক্রিকেটের অন্যতম স্বনামধন্য ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এই তালিকায় জায়গা পেয়েছে নিদাহাস ট্রফিতে খেলা বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংস দুটি।


গত বছরের মার্চে শ্রীলঙ্কার মাটিতে ভারত, বাংলাদেশ এবং স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফি। যেখানে লঙ্কানদের বিপক্ষে প্রথম দেখায় দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিক।



promotional_ad

শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের বিশাল লক্ষ্যে মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ২০৫.৭১ স্ট্রাইক রেটে ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলে টাইগার এই ডানহাতি ব্যাটসম্যান। পাঁচটি চার এবং চারটি ছয়ে সাজানো ছিল মুশফিকের ঐ ইনিংসটি। ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছিল টাইগাররা। যা ছিল বাংলাদেশের টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতা ম্যাচ।


একই টুর্নামেন্টে সেই লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় দেখায় অসাধারণ এক ইনিংস খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টুর্নামেন্টের ফাইনালে উঠার লড়াইয়ে ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল বাংলাদেশ। কিন্তু শুরু থেকে উইকেট হারিয়ে চাপে ছিল টাইগাররা। সেখান থেকে দলকে একাই টেনে উঠান ডানহাতি ব্যাটসম্যান রিয়াদ।


খেলেছেন ১৮ বলে ৪৩ রানের এক ক্যামিও ইনিংস, যেখানে তিনটি চার এবং দুটি ছয় ছিল তাঁর। শেষ ওভারের খেলায় বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রানের। তাঁর মাঝে আবার সেই ম্যাচে নো-বল নিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক। প্রথম দুই বলে কোন রান আসেনি বাংলাদেশের। প্রয়োজন ৪ বলে ১২, একটি চার এবং একটি দুইরান দিয়ে শেষ দুই বলে বাংলাদেশের প্রয়োজন ৬ রানের। পঞ্চম বলটি বিশাল এক ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন রিয়াদ। বাংলাদেশ জিতে যায় দুই উইকেট হাতে রেখেই।



এ তালিকায় আরও রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের ১০৩ রানের ইনিংস এবং ভারতের বিপক্ষে ৪৬ রানের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে অজি ব্যাটসম্যান ডারসি শর্টের ৭২ রানের ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের ৬৯ রানের ইনিংস, নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ৮ বলে ২৯ রানের ইনিংস।


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানি বাঁহাতি ওপেনার ফখর জামানের ৯১ রানের ইনিংস, ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের ১০১ রানের ইনিংস এবং ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার ১০০ রানের ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball