পেরেরার অলরাউন্ড নৈপুণ্যে জিতল কুমিল্লা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ১৫৩/৮ (২০ ওভার)
(তামিম ৩৪, শামসুর ৪৮, পেরেরা ২৬)
ঢাকা ???ায়নামাইটসঃ ১৪৬/৯ (২০ ওভার)
(নারিন ২০, সাকিব ২০, রাসেল ৪৬)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সন্ধ্যার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়েছেন থিসারা পেরেরা। ব্যাট হাতে ২৬ রান করার পর বল হাতেও ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করে ঢাকার ইনিংস থেমেছে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাজাইয়ের উইকেট হারায় ঢাকা জাজাই মাত্র ১ রান করে সাইফুদ্দিনের বলে পেরেরার হাতে ক্যাচ দিয়েছেন।

রনি তালুকদার মাত্র ৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে বিজয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ২৮ রান। পাওয়ার প্লে শেষেই ২০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেন নারিন।
রাসুলি আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ১৯ রানে আউট হয়েছেন পেরেরাকে ক্যাচ দিয়ে। অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে দারুণ এক জুটি গড়েন আন্দ্রে রাসেল।
রাসেল পেরেরাকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন মেহেদীর হাতে ২৪ বলে ৪৬ রান করে। এরপর সাকিবও বড় সংগ্রহ গড়তে পারেননি। সাকিব ২০ রান করে আফ্রিদির বলে শামসুরের হাতে ক্যাচ দিয়েছেন।
ব্যর্থ হয়েছেন শুভাগত ও নুরুল হাসান সোহান। প্রথমে শুভাগত ৩ রান করে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়েছেন মিড উইকেটে পেরেরার বলে। এরপর সোহান ৪ রান করে পেরেরার বলে আউট হয়েছেন শামসুরের হাতে ক্যাচ দিয়ে।
শেষ দিকে দারুণ ব্যাটিং করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন রুবেল। তিনি ১০ রান করে রান আউট হয়ে ফিরলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ঢাকার। শেষ দিকে নাঈম ১৪ ও মোহর কোনো রান না করে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারননি।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে ধাক্কা খায় কুমিল্লা। বিজয় মাত্র ১ রান করে আন্দ্রে রাসেলের বলে শুভাগতর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ইমরুল কায়েসও। তিনি ৭ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়েছেন। এরপর শামসুর-তামিমের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভার শেষে কুমিল্লা সংগ্রহ করে ২ উইকেট হারিয়ে ৩৩ রান।
শুরু থেকে দারুণ খেলতে থাকা তামিম সাকিবের শিকার হয়েছেন রনি তালুকদারকে ক্যাচ দিয়ে। তামিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। মেরে খেলতে থাকা আফ্রিদি ৮ বলে ১৬ রান করে সাকিবের বলে শুভাগতকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
এক বলের ব্যবধানে শামসুর রহমান শুভ ৩৫ বলে ৪৮ রান করে সাকিবের বলে ফিরেছেন জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে। ব্যর্থ হয়েছেন ডসনও। তিনি আন্দ্রে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ৬ রান করা ডসন মিড উইকেটে ক্যাচ দিয়েছেন রনি তালুকদারের হাতে।
দারুণ খেলতে থাকা পেরেরা রান আউটের ফাঁদে পড়ে আউট হয়েছেন ২৬ রান করে। শেষ ওভারে জিয়াউর ৫ রান করে রুবেলের শিকার হলে সংগ্রহ বড় করতে পারেনি কুমিল্লা। ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৩।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ
ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন, শামসুর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, শুভগত হোম, রনি তালুকদার, মোহাম্মদ নাইম, মহর শেখ, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, ডারউইশ রাসুলি, হযরতউল্লাহ জাজাই।